ফুল চার্জে চালানো যাবে 100 কিমি, সুন্দর ইলেকট্রিক সাইকেল লঞ্চ করল MYBYK

ভারতে বাইসাইকেল ভাড়ায় খাটানো সংস্থা মাইবাইক (MYBYK) দুটি নতুন ইলেকট্রিক মডেল লঞ্চের কথা ঘোষণা করল। তাদের এই বৈদ্যুতিক বাইসাইকেলের ভ্যারিয়েন্ট দু’টি হল – MYBYK Electric ও MYBYK Electric Cargo। প্রথমটি দেশবাসী এবং পর্যটকদের গন্তব্যে পৌঁছোতে সাহায্য করবে। যেখানে দ্বিতীয় ই-বাইসাইকেলটি হল লাস্টমাইল ডেলিভারি ক্ষেত্রে ব্যবহারের উপযুক্ত মডেল।

মাইবাইক বর্তমানে ভারতের ৬টি শহরে ১০,০০০-এর বেশি প্যাডেল বাইসাইকেল পরিষেবা প্রদান করে থাকে। কিন্তু বর্তমানে তারা পরিষেবার ক্ষেত্রটি ইলেকট্রিক টু-হুইলার দ্বারা সজ্জিত করার লক্ষ্যে এগোচ্ছে। লঞ্চ হওয়া মডেল দুটি সংস্থার নিজস্ব কারখানায় দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে।

MYBYK Electric-এর উভয় মডেলে উপস্থিত ব্লুটুথ ভিত্তিক কানেক্টেড ফিচার। সংস্থার MYBYK মোবাইল অ্যাপের মাধ্যমে স্মার্টফোনের সাথে কানেক্ট করা যাবে। ফিচার হিসেবে এতে – কিলেস সাইকেল আনলকিং, কিলেস ব্যাটারি আনলকিং, সোয়াবেল ব্যাটারি (০.৫৪ কিলোওয়াট আওয়ার)। তাদের এই ব্যাটারিটি ৮০ থেকে ১০০ কিলোমিটার রেঞ্জ প্রদান করতে সাহায্য করবে।

এই প্রসঙ্গে মাইবাইকের প্রতিষ্ঠাতা এবং সিইও অর্জিত সোনি বলেন, “MYBYK Electric-এর মাধ্যমে আমরা গ্রাহকদের স্বাস্থ্য, যাত্রা এবং সুবিধার সম্মিলিত অভিজ্ঞতা প্রদান করার চেষ্টা করছি। আমাদের ইলেকট্রিক বাইসাইকেলগুলি ব্যবহারকারীদের, একটি সাইকেলের যাবতীয় সুবিধা অফার করবে। যেগুলি স্বাস্থ্য ভালো রাখতে পেডেল করা যাবে আবার ধীর গতির ইলেকট্রিক স্কুটার হিসেবেও ব্যবহার করা যাবে। আবার অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য আমরা ‘পাওয়ার পেডাল’ মোড উপলব্ধ রেখেছি এতে। ফলে ৮০ শতাংশ শ্রম বেঁচে যাবে।”