OnePlus Nord CE 2 5G নিয়ে বড় খবর, এই ব্যাঙ্কের গ্রাহকদের জন্য অতিরিক্ত 1500 টাকা ছাড়

ওয়ানপ্লাস প্রিমিয়াম ট্যাগ ঝেড়ে ফেলে Nord সিরিজের মাধ্যমে মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে পা রেখেছিল৷ সংস্থার সিদ্ধান্ত যে ভুল ছিল না তা Nord লাইনআপের জনপ্রিয়তা প্রমাণ করে দিচ্ছে৷ বিগত কয়েকমাসে Nord ব্র্যান্ডিং-সহ বিভিন্ন হ্যান্ডসেট বাজারে এনেছে তারা৷ এবার তার নবতম সংযোজন OnePlus Nord CE 2 5G৷ যা আর কিছুক্ষণ পরেই ভারতের বাজারে লঞ্চ হবে৷

আজ সন্ধ্যা সাতটার সময় একটি ভার্চুয়াল ইভেন্টে OnePlus Nord CE 2 5G আত্মপ্রকাশ করবে৷ স্মার্টফোনটির ডিজাইন ও স্পেসিফিকেশনগুলি ইতিমধ্যেই সামনে এসেছে৷ আর এখন জনপ্রিয় টিপস্টার ঈশান আগরওয়ালের সৌজন্যে OnePlus Nord CE 2 5G-এর দাম ও অফার সম্বন্ধীয় তথ্য প্রকাশ পেয়েছে৷

ঈশানের দাবি, Nord CE 2 5G স্মার্টফোনের দাম ভারতে ২৩,৯৯৯ টাকা থেকে শুরু হবে৷ এটি ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম৷ আবার ডিভাইসটি ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ অপশনেও উপলব্ধ হবে৷ এই মেমরি ভ্যারিয়েন্টের মূল্য ২৪,৯৯৯ টাকা ধার্য করা হবে৷ আবার ICICI ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট ব্যবহারকারীদের জন্য শর্তসাপেক্ষে ১,৫০০ টাকা অতিরিক্ত ছাড়ের ব্যবস্থা রয়েছে৷

ওয়ানপ্লাস নর্ড সিই ২ ৫জি-এর স্পেসিফিকেশনগুলির প্রসঙ্গে আসলে, এটি ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৪৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ডাইমেনসিটি ৯০০ প্রসেসর, ১ টিবি এক্সটার্নাল স্টোরেজ সাপোর্ট, ৬৪ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, এবং ৬৫ ওয়াট সুপারভোক ফাস্ট চার্জিংয়ের সাথে আসছে বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে৷