OnePlus Nord CE 2 Lite 5G ট্রিপল ক্যামেরা ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসছে, ফাঁস হল স্পেসিফিকেশন

চীনা সংস্থা ওয়ানপ্লাস বাজারে তাদের জনপ্রিয় নর্ড সিরিজের দুটি নতুন স্মার্টফোন- OnePlus Nord 2T এবং OnePlus Nord CE 2 লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তার মধ্যেই এবার এক বিশ্বস্ত টিপস্টার দাবি করেছেন, আসন্ন OnePlus Nord CE 2 ফোনের ৫জি কানেক্টিভিটি যুক্ত একটি Lite ভার্সনও নিয়ে আসবে সংস্থা। এরসাথে তিনি এই ফোনের স্পেসিফিকেশনগুলিও সামনে এনেছেন। জানা গেছে, OnePlus Nord CE 2 Lite 5G ফোনে থাকবে ফুল এইচডি ফ্লুইড ডিসপ্লে, ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

নতুন OnePlus Nord CE 2 Lite 5G ফেব্রুয়ারিতেই বাজারে পা রাখতে পারে

টিপস্টার অনলিক্স (@OnLeaks)-এর মতে, ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি ফোনটি নর্ড সিই ২- এর একটি টোন-ডাউন ভার্সন হতে চলেছে। তিনি টেকসাইট স্মার্টপ্রিক্স (Smartprix)-এর সহযোগিতায় এই আসন্ন স্মার্টফোনের স্পেসিফিকেশন গুলি প্রকাশ্যে এনেছেন। টিপস্টারের আরও দাবি, ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট আগামী ১১ ফেব্রুয়ারি ওয়ানপ্লাস নর্ড সিই ২ বেস মডেলের সাথেই বাজারে পা রাখতে পারে।

ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি – এর সম্ভাব্য স্পেসিফিকেশন (OnePlus Nord CE 2 Lite 5G Expected Specifications)

স্মার্টপ্রিক্সের রিপোর্ট অনুযায়ী, ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি ফোনে থাকবে ৬.৫৯ ইঞ্চির ফুল এইচডি ফ্লুইড ডিসপ্লে। ফটোগ্রাফির জন্য, এই ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হবে, যার মধ্যে উপস্থিত থাকবে ৬৪ মেগাপিক্সেলের প্রাথমিক সেন্সর এবং আরও দুটি ২ মেগাপিক্সেলের সেন্সর। এছাড়া, ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে।

তবে আসন্ন স্মার্টফোনের সফ্টওয়্যার সম্পর্কে এখনও জানা যায়নি, কিন্তু যেহেতু OnePlus Nord CE 2 ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অক্সিজেনওএস ১২ (OxygenOS 12) কাস্টম স্কিনে চলবে, তাই ‘লাইট’ ভ্যারিয়েন্টেও একই ওএস দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

পাওয়ায় ব্যাকআপের জন্য OnePlus Nord CE 2 Lite 5G ফোনে থাকতে পারে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি।