OnePlus Nord CE 2 Lite ভারত সহ বিশ্ব বাজারে শীঘ্রই লঞ্চ হচ্ছে, পেল Bluetooth SIG এর ছাড়পত্র

স্মার্টফোন ব্র্যান্ড ওয়ানপ্লাস তাদের Nord সিরিজের আপকামিং OnePlus Nord CE 2 Lite স্মার্টফোনটি ভারতের বাজারে লঞ্চ করার জন্য জোরকদমে প্রস্তুতি শুরু করেছে। সম্প্রতি, CPH2409 মডেল নম্বর সহ ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এবং সংযুক্ত আরব আমিরশাহির টেলিকমিউনিকেশনস অ্যান্ড ডিজিট্যাল গভর্নমেন্ট রেগুলেটরি অথরিটি (TDRA)-এর মতো সার্টিফিকেশন প্ল্যাটফর্মে ডিভাইসটিকে দেখা গেছে। আর এবার OnePlus Nord CE 2 Lite ব্লুটুথ এসআইজি (Bluetooth SIG)- এর সাইট থেকেও সার্টিফিকেশন লাভ করলো, যা ইঙ্গিত করছে এই ওয়ানপ্লাস হ্যান্ডসেটটি খুব শীঘ্রই আগ্রহী ক্রেতাদের কেনার জন্য বাজারে উপলব্ধ হবে।

OnePlus Nord CE 2 Lite পেল Bluetooth SIG সার্টিফিকেশন সাইটের অনুমোদন

GN2200 মডেল নম্বর সহ একটি ওয়ানপ্লাস স্মার্টফোন ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG)- এর সাইট থেকে অনুমোদন লাভ করেছে। অনুমান করা হচ্ছে CPH2409- এর পাশাপশি GN2200 মডেল নম্বরটিও ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট মডেলটির সাথে যুক্ত। জানিয়ে রাখি, GN2200 ভ্যারিয়েন্টটি মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) এবং ইউএল (ডেমকো)- এর মতো সার্টিফিকেশন সাইটের ডেটাবেসে উপস্থিত হয়েছে। এই তালিকাগুলি এর কয়েকটি বিবরণও প্রকাশ করেছে। যেমন জানা গেছে, এই ওয়ানপ্লাস ফোনটি একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর, একটি ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই এবং ব্লুটুথ সংযোগ সহ আসবে। আবার ক্যামেরা এফভি-৫ (Camera FV-5)-এর তালিকাটি প্রকাশ করেছে যে, ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট-এ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ রিয়ার ক্যামেরা সেটআপ দেখতে পাওয়া যাবে।

প্রসঙ্গত, ব্লুটুথ এসআইজি সার্টিফিকেশনটি ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট-এর স্পেসিফিকেশন সম্পর্কে কোনও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেনি। এটি শুধুমাত্র ফোনে ব্লুটুথ ৫.১ (Bluetooth 5.1) সাপোর্ট থাকবে বলে নিশ্চিত করেছে৷ সাধারণত ব্লুটুথ এসআইজি সাইটের ডেটাবেসে উপস্থিত হওয়ার পর এক মাসের মধ্যেই আপকামিং ডিভাইসগুলি বাজারে আত্মপ্রকাশ করে। তাই, সম্ভবত এপ্রিলের শেষে বা মে মাসের শুরুর দিকে নর্ড সিই ২ লাইট-এর ওপর থেকে পর্দা সরাতে পারে সংস্থা।

ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট-এর স্পেসিফিকেশন (OnePlus Nord CE 2 Lite Expected Specifications)

ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট-এ হাই রিফ্রেশ রেট এবং ফুল এইচডি+ রেজোলিউশন সহ ৬.৫৯ ইঞ্চির এলসিডি ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। এই ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর দ্বারা চালিত হতে পারে। আর এতে সর্বাধিক ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যেতে পারে।

OnePlus Nord CE 2 Lite- এর ব্যাক প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর উপস্থিত থাকতে পারে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, এই ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৪৭১ ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে।

পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus Nord CE 2 Lite ৪,৫০০ এমএএইচ বা ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসতে পারে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে৷ যদিও ডিভাইসটিতে ওয়ানপ্লাসের সিগনেচার ফিচার অ্যালার্ট স্লাইডার (Alart Slider)-টি থাকবে না বলেই জানা যাচ্ছে, তবে এতে নিরাপত্তার জন্য একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হবে। OnePlus Nord CE 2 Lite সম্ভবত অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক অক্সিজেনওএস (OxygenOS) কাস্টম স্কিনে রান করবে এবং এটি ভারতে ২০,০০০ টাকারও কম মূল্যে উপলব্ধ হবে বলে আশা করা হচ্ছে।