সস্তা ফোন OnePlus Nord ব্যবহারকারীদের জন্য সুখবর, এল নতুন আপডেট

গতমাসে OnePlus Nord এর জন্য অ্যান্ড্রয়েড ১১ বেসড অক্সিজেনওএস ১১ ( Android 11-based OxygenOS 11) আপডেট রোলআউট করে চীনা ফ্ল্যাগশিপ স্মার্টফোন নির্মাতা ওয়ানপ্লাস। যদিও নতুন আপডেট ইন্সটল করতেই অ্যাপ ক্র্যাশ, দ্রুত ব্যাটারি শেষ সহ একাধিক সমস্যার সম্মুখীন হন ইউজাররা। যারপরেই আপডেট স্থগিত রাখা হয় এবং কিছুদিন পরে সমস্যার সমাধান করে অক্সিজেনওএস ১.১.১.১ আপডেট আনা হয়। তবে ওই আপডেটেও যেসমস্ত সমস্যা রয়ে গিয়েছিল তার সমাধানের জন্য ওয়ানপ্লাস নর্ড এবার অক্সিজেনওএস ১১.১.১.২ আপডেট পেতে শুরু করলো।

ওয়ানপ্লাস এর ফোরাম অনুযায়ী, ভারতে OnePlus Nord এর জন্য আসা এই নতুন আপডেটের বিল্ড নম্বর OxygenOS 11.1.1.2.AC01DA। যদিও ইউরোপের জন্য আপডেটি OxygenOS 11.1.1.2.AC01BA বিল্ড নম্বর সহ এসেছে। আবার গ্লোবাল মার্কেটে আপডেটটি পৌঁছবে OxygenOS 11.1.1.2.AC01AA বিল্ড নম্বরের সাথে।

নতুন এই আপডেটের সাথে ওয়ানপ্লাস নর্ড মার্চ মাসের সিকিউরিটি প্যাচও পাবে। ফলে ফোনের সিস্টেম আরও শক্তিশালী হবে। এছাড়াও এই আপডেটে দ্রুত ব্যাটারি নিঃশেষ হওয়া ও ইনকামিং কল ডিসপ্লেতে পরে দেখতে পাওয়া-র মত সমস্যাগুলি ঠিক করা হয়েছে।

অন্যান্য আপডেটের মত OnePlus Nord এর জন্য আসা এই নতুন আপডেটও প্রথম কিছু সংখ্যক ইউজার পাবে। এরপর তারা কোনো সমস্যার কথা না জানালে, সবার জন্য আপডেটটি রোল আউট করা হবে। আপনি যদি এই ফোনটি ব্যবহার করেন এবং নতুন আপডেটের নোটিফিকেশন না পেয়ে থাকেন তাহলে ফোনের Settings > System > System updates-এ গিয়ে আপডেট এসেছে কিনা চেক করতে পারেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন