Tech News

OnePlus Open Apex: ওয়ানপ্লাসের নতুন চমক, ৭ আগস্ট ভারতে আনছে সেরা ফোন, থাকবে দুর্ধর্ষ ক্যামেরা

ওয়ানপ্লাস ওপেন অ্যাপেক্স এডিশন ভারত এবং গ্লোবাল মার্কেটে আগামী ৭ আগস্ট লঞ্চ করা হবে বলে কোম্পানি সম্প্রতি ঘোষণা করেছে। ওয়ানপ্লাস এই স্মার্টফোনটির একটি নতুন কালার অপশন চালু করবে বলে জানা গেছে। তবে, পরিবর্তন শুধুমাত্র বাহ্যিক নাও হতে পারে। কারণ অফিসিয়াল ওয়েবসাইটে লাইভ হওয়া একটি তালিকায় উল্লেখ করা হয়েছে যে এই নতুন সংস্করণটি র‍্যাম এবং স্টোরেজের ক্ষেত্রেও আপগ্রেড পেতে পারে। প্রসঙ্গত, ওয়ানপ্লাস ওপেন ভারতে গত অক্টোবরে একক ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ করা হয়েছিল।

ওয়ানপ্লাস ওপেন অ্যাপেক্স এডিশন শীঘ্রই আসছে বাজারে

এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে ওয়ানপ্লাসের শেয়ার করা টিজার অনুসারে ওয়ানপ্লাস ওপেন অ্যাপেক্স এডিশন ক্রিমশন শ্যাডো নামে একটি নতুন কালার অপশনে আসবে। নাম অনুসারে, এটি ভিগান লেদার স্টাইলে ক্রিমশন (লাল) কালারের একটি শেড হতে পারে। সংস্থাটি জানিয়েছে যে, এই কালারওয়েটি তার সিগনেচার “নেভার সেটেল” রেড দ্বারা অনুপ্রাণিত। এই নতুন অপশনটি ওয়ানপ্লাস ওপেনের বিদ্যমান কালারওয়েতে যোগ দেবে বলে আশা করা হচ্ছে, যেগুলি হল এমারেল্ড ডাস্ক এবং ভয়েজার ব্ল্যাক।

এটি গত বছর লঞ্চ হওয়া ফোল্ডেবল স্মার্টফোনের উত্তরসূরি হবে না, তবে এটি একটি উন্নত সংস্করণ হতে পারে। উল্লেখযোগ্যভাবে, ওয়ানপ্লাস ওপেন ২ আগামী বছর দ্বিতীয় ত্রৈমাসিকে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন। ৪ চিপসেটের সাথে আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে।

যদিও ওয়ানপ্লাস অ্যাপেক্স সংস্করণের কোনও স্পেসিফিকেশন সর্ম্পকে জানা যায়নি, তবে এটি সম্ভবত স্ট্যান্ডার্ড ওয়ানপ্লাস ওপেনের বেশিরভাগ ইন্টারনালকে ধরে রাখতে পারে। তবে, কিছু আপগ্রেডও হতে পারে। ব্র্যান্ডের ওয়েবসাইটে ওয়ানপ্লাস ওপেন অ্যাপেক্স এডিশনের একটি অতিরিক্ত কনফিগারেশন ভ্যারিয়েন্টের লিস্টিং থেকে বোঝা যায় যে, এটি আরও র‍্যাম এবং ইন-বিল্ট স্টোরেজ সহ আসতে পারে।

ওয়ানপ্লাস ওপেনের স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস ওপেনে রয়েছে ৭.৮২ ইঞ্চির ২কে ফ্লেক্সি-ফ্লুইড এলটিপিও ৩.০ অ্যামোলেড প্রাইমারি ডিসপ্লে থাকবে, যা ১২০ হার্টজ ডাইনামিক রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ২,৮০০ নিট ব্রাইটনেস অফার করবে। বাইরের দিকে, ৬.৩১ ইঞ্চির ২কে এলটিপিও ৩.০ সুপার ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা ভিতরের স্ক্রিনের মতো একই রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ উজ্জ্বলতা নম্বরগুলিকে প্রকাশ করে। ফোনটি অ্যাড্রেনো ৭৪০ জিপিইউ সহ কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট দ্বারা চালিত, যা ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ৫১২ জিবি ইউএফএস ৪.০ স্টোরেজের সাথে যুক্ত৷ ওয়ানপ্লাস ওপেন অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে অক্সিজেন ওএস ১৩.২ কাস্টম স্কিনে চলে।

ফটোগ্রাফির জন্য, ওয়ানপ্লাস ওপেন ফোল্ডেবল ফোনে হ্যাসেলব্লাড-ব্র্যান্ডেড ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন এবং ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ ৪৮ মেগাপিক্সেলের সনি এলওয়াইটি-টি৮০৮ প্রাইমারি ক্যামেরা, ৬৪ মেগাপিক্সেলের ৩এক্স ওমনিভিশন ওভি৬৪বি টেলিফটো সেন্সর এবং একটি ৪৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৫৮১ আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা দ্বারা গঠিত। সেলফির জন্য, ফোনের সামনে প্রাইমারি ডিসপ্লেতে একটি ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং কভার ডিসপ্লেতে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি সেন্সর রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, হ্যান্ডসেটটি ৪,৮০০ এমএএইচ ডুয়েল-সেল ব্যাটারি সহ এসেছে, যা ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ৬৭ ওয়াট সুপারভুক চার্জিং সাপোর্ট করে।

Ananya Sarkar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

22 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

29 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

37 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

48 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago