Categories: Tech News

OnePlus Pad Pro: আইপ্যাডের স্টাইলে দুর্ধর্ষ ট্যাব আনছে ওয়ানপ্লাস, এই প্রথম ছবি প্রকাশ

ওয়ানপ্লাস আজই (২১ জুন) নিশ্চিত করেছে যে, তারা চীনে আগামী ২৭ জুন Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর চালিত OnePlus Ace 3 Pro স্মার্টফোনটি সহ বেশ কয়েকটি নতুন প্রোডাক্ট লঞ্চ করবে। Ace সিরিজের আসন্ন হ্যান্ডসেটটির পাশাপাশি, ব্র্যান্ডটি OnePlus Pad Pro, OnePlus Watch 3 এবং OnePlus Buds 3 TWS ইয়ারবাড উন্মোচন করবে বলেও আশা করা হচ্ছে। আর এখন বহু প্রতীক্ষিত OnePlus Pad Pro ট্যাবলেটের প্রথম অফিসিয়াল ইমেজ প্রকাশ্যে এসেছে, যা এর ডিজাইন এবং কালার ভ্যারিয়েন্টগুলিকে প্রদর্শন করেছে।

সামনে এল OnePlus Pad Pro ফোনের ডিজাইন ও কালার অপশন

অফিসিয়াল ইমেজটি নিশ্চিত করেছে যে ওয়ানপ্লাস প্যাড প্রো হ্যান্ডসেটের সামগ্রিক ডিজাইন স্ট্যান্ডার্ড ওয়ানপ্লাস প্যাডের মতোই হবে, যা গত বছর লঞ্চ হয়েছিল। ট্যাবের ডিসপ্লেটি স্লিম বেজেল দ্বারা বেষ্টিত এবং এর পিছনে একটি ক্যামেরা সেন্সর ও ভিতরে একটি এলইডি ফ্ল্যাশ সহ বৃত্তাকার মডিউল উপস্থিত রয়েছে। ওয়ানপ্লাস প্যাড প্রো ফোনে একটি ধাতব বডি দেখা যাবে বলেও জানা গেছে এবং এটি খাকি গ্রিন ও স্পেস গ্রে-র কালার শেডে বাজারে আসবে।

ট্যাবলেটটি কালো রঙের ওয়ানপ্লাস পেন্সিল স্ট্যাইলাসও সাপোর্ট করবে। শোনা যাচ্ছে যে স্টাইলাসটি রেগুলার ওয়ানপ্লাস প্যাডের স্টাইলাসের চেয়ে আরও ভাল লেখার অভিজ্ঞতা প্রদান করবে। এছাড়া, ওয়ানপ্লাস প্যাড প্রো ট্যাবের সাথে আগের মডেলের তুলনায় একটি বড় টাচপ্যাড সমন্বিত একটি আপগ্রেডেড কীবোর্ড মিলবে। রিপোর্ট অনুযায়ী, কীবোর্ডটি নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC) সংযোগও সাপোর্ট করে।

OnePlus Pad Pro ফোনের স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

OnePlus Pad Pro ফোনটি সম্ভবত বিশ্বের প্রথম Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর চালিত ট্যাবলেট হিসেবে আত্মপ্রকাশ করবে। শোনা যাচ্ছে যে, এটিতে ১২.১ ইঞ্চির এলসিডি প্যানেল থাকবে, যা ৩কে রেজোলিউশন, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ৭:৫ রেশিও অফার করবে। ট্যাবটির অন্যান্য প্রত্যাশিত স্পেসিফিকেশনের মধ্যে রয়েছে ১৬ জিবি র‍্যাম, ৫১২ জিবি স্টোরেজ এবং বিশাল ৯,৫১০ এমএএইচ ব্যাটারি সহ ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।

ফটোগ্রাফির জন্য, OnePlus Pad Pro ট্যাবের পিছনের প্যানেলে একটি ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং সামনে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করবে। উল্লেখযোগ্যভাবে, এই একই ডিভাইসটি কয়েক সপ্তাহ পর চীনে Oppo Pad 3 হিসেবে এবং বিশ্ববাজারে OnePlus Pad 2 হিসেবে রিব্র্যান্ড করা হতে পারে। ট্যাবলেটটি চারটি কনফিগারেশনে পাওয়া যাবে বলে জানা গেছে – ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ। OnePlus Pad Pro ট্যাবের বেস ভ্যারিয়েন্টটি শুধুমাত্র স্পেস গ্রে শেডে পাওয়া যাবে।

Ananya Sarkar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

25 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

32 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

41 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

52 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago