হুড়মুড়িয়ে বিক্রি হচ্ছে OnePlus 9R, প্রিমিয়াম সেগমেন্টে ভারত সেরা OnePlus

যদি প্রশ্ন করা হয়, বর্তমানে ভারতের সেরা স্মার্টফোন বিক্রেতা কোম্পানি কোনটি – তার উত্তরে প্রায় সবাই এক বাক্যে Xiaomi (শাওমি)-র নাম নেবেন। অনেকের মুখে বা…

যদি প্রশ্ন করা হয়, বর্তমানে ভারতের সেরা স্মার্টফোন বিক্রেতা কোম্পানি কোনটি – তার উত্তরে প্রায় সবাই এক বাক্যে Xiaomi (শাওমি)-র নাম নেবেন। অনেকের মুখে বা অনেক রিপোর্টে থাকবে Samsung (স্যামসাং)-এর কথাও। তবে মজার ব্যাপার এটাই যে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে অর্থাৎ গত তিন মাসে ভারতের প্রিমিয়াম স্মার্টফোন সেগমেন্টে, Xiaomi বা Samsung নয়, বরং আধিপত্য বিস্তার করেছে OnePlus (ওয়ানপ্লাস)। রিপোর্ট অনুযায়ী, ফ্ল্যাগশিপ স্মার্টফোন প্রস্তুতকারী এই সংস্থার ডিভাইস তুলনামূলক ব্যয়বহুল হওয়া সত্ত্বেও, এপ্রিল থেকে জুন অবধি সময়ে তাদের প্রিমিয়াম এবং 5G স্মার্টফোন এদেশে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। মূলত ৩০,০০০ টাকারও বেশি দামি OnePlus 9R 5G (ওয়ানপ্লাস ৯ আর ৫জি) ফোনের জন্যই ওয়ানপ্লাসের এই সাফল্য বলে জানা গিয়েছে।

ভারতের প্রিমিয়াম স্মার্টফোনের বাজার দখল OnePlus এর

সম্প্রতি কাউন্টারপয়েন্ট রিসার্চ ইন্ডিয়ার স্মার্টফোন ট্র্যাকার সমীক্ষা থেকে ওয়ানপ্লাস সম্পর্কে এই চমকপ্রদ তথ্য উঠে এসেছে। এক্ষেত্রে কাউন্টারপয়েন্ট তার রিপোর্টে বলেছে যে, ২০২১-এর দ্বিতীয় কোয়ার্টারে প্রিমিয়াম স্মার্টফোন বিভাগে ওয়ানপ্লাস বাজারের ৩৪% শেয়ার অর্জন করেছে। ওয়ানপ্লাস ৯ আর ৫জি ফোনটি সেরা বিক্রিত স্মার্টফোন হিসেবে বিবেচিত হয়েছে, যেখানে ফোনটি একাই ২৫% শেয়ার পেয়েছে।

এদিকে এই একই সময়ে, ওয়ানপ্লাস, ৫জি স্মার্টফোন সেগমেন্টেও শক্তিশালী উপস্থিতি দেখিয়েছে এবং এই সেগমেন্ট থেকে সংস্থার অর্জিত শেয়ারের পরিমাণ দাঁড়িয়েছে ৪৮ শতাংশে।

কাউন্টারপয়েন্ট রিসার্চ ইন্ডিয়ার তথ্য অনুসারে, ওয়ানপ্লাস, এই বছরের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী ২০০% বার্ষিক (YoY) প্রবৃদ্ধির মুখ দেখেছে। কারণ অন্যান্য সংস্থার প্রিমিয়াম ফোনকে পেছনে ফেলে যথেষ্ট পরিমাণে বিক্রি হয়েছে OnePlus 9 (ওয়ানপ্লাস ৯) এবং Nord (নর্ড) ফোনগুলি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন