ভারতে লঞ্চের আগেই ফাঁস OnePlus RT ফোনের দাম, জেনে নিন বিশেষত্বও

OnePlus ভারতের বাজারে ডিসেম্বরেই লঞ্চ করতে পারে তাদের নতুন স্মার্টফোন OnePlus RT। এবছর অক্টোবর মাসে চীনে লঞ্চ হওয়া OnePlus 9RT ফোনটির রিব্র্যান্ডডেড ভার্সন হিসেবে OnePlus RT ভারতে লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে। দেশে ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ও ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ- এই দুটি ভ্যারিয়েন্টে ফোনটি পাওয়া যাবে বলে টিপস্টাররা জানিয়েছেন। এখন এই দুটি ভ্যারিয়েন্টের দামও সামনে এল। জানিয়ে রাখি, ওয়ানপ্লাসের এই ফোনে Qualcomm Snapdragon 888 প্রসেসর ও ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।

ভারতে OnePlus RT -এর সম্ভাব্য দাম (OnePlus RT Expected Price in India)

পূর্বে প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা গিয়েছিল, ভারতে ওয়ানপ্লাস আরটি – এর দাম রাখা হতে পারে ৪০,০০০ টাকা থেকে ৪৪,০০০ টাকার মধ্যে। আবার সম্প্রতি মোবাইল ইন্ডিয়ান (Mobile Indian) সাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গেছে, ওয়ানপ্লাস আরটি ফোনটির ৮ জিবি র‍্যাম+ ১২৮ জিবি স্টোরেজের দাম হতে পারে ৩৯,৯৯৯ টাকা। যদিও লঞ্চ অফারে এই স্টোরেজ ভ্যারিয়েন্টটি ৩৭,৯৯৯ টাকায় পাওয়া যেতে পারে। এছাড়া এই ফোনের ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম হতে পারে ৩৪,৯৯৯ টাকা।

প্রসঙ্গত, চীনের বাজারে অক্টোবর মাসে আসা ওয়ানপ্লাস ৯আরটি ফোনটির ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে ৩,২৯৯ ইউয়ান (আনুমানিক ৩৮,৮০০ টাকা)। চীনে আরো দুটি ভ্যারিয়েন্টে ওয়ানপ্লাস ৯আরটি পাওয়া যাচ্ছে – ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ও ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ৷ এগুলির দাম যথাক্রমে- ৩, ৪৯৯ ইউয়ান (আনুমানিক ৪১,০০০ টাকা) ও ৩,৭৯৯ ইউয়ান (আনুমানিক ৪৪,৭০০ টাকা)।

এদিকে এই রিপোর্ট যদি সত্যি হয় তাহলে ওয়ানপ্লাস আরটি ভারতের বাজারে লঞ্চ হওয়ার পর OnePlus 9R ফোনের দামের ওপর প্রভাব পড়বে। এই ফোনের দাম শুরু হয়েছে ৩৯,৯৯৯ টাকা থেকে। তবে ওয়ানপ্লাস আরটি বাজারে আসলে এই ফোনের দাম অনেকটাই কমে যেতে পারে।

ওয়ানপ্লাস আরটি – এর সম্ভাব্য স্পেসিফিকেশন (OnePlus RT Expected Specifications)

যেহেতু ওয়ানপ্লাস আরটি ফোনটিকে ওয়ানপ্লাস ৯আরটি- এর রিব্র্যান্ডডেড ভার্সন হিসেবে আনা হতে পারে, তাই দুটি ফোনে একই রকম স্পেসিফিকেশন দেখা যাবে। সেক্ষেত্রে ওয়ানপ্লাস আরটি ফোনে থাকতে পারে ৬.৬২ ইঞ্চির ফুল এইচডি+ ( ১,০৮০×২,৪০০ পিক্সেল) স্যামসাং ই৪ AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এই ফোনে ব্যবহার করে হতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর।

ফটোগ্রাফির জন্য OnePlus RT ফোনের রিয়ার প্যানেলে দেখা যেতে পারে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর (Sony IMX766), ১৬ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর ও ২ মেগা পিক্সেলের ম্যাক্রো লেন্স। ফোনের সামনে থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

এই ফোনের কানেক্টিভিটি অপশনে পাওয়া যাবে – ৫জি, ৪জি এলটিই, ওয়াইফাই ৬, ব্লুটুথ ভি ৫.২, জিপিএস/এ- জিপিএস, এনএফসি ও ইউএসবি টাইপ-সি পোর্ট ইত্যাদি। আর পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus RT- তে থাকতে পারে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি।