Teacher’s Day Gift: নিজের প্রিয় শিক্ষককে দিন এই বিশেষ উপহার

শিক্ষক-শিক্ষিকারা হলেন সমাজের পথপ্রদর্শক। জীবনের প্রাথমিক স্তর থেকে আমাদের মধ্যে নৈতিকতা আর মূল্যবোধের ভীত গড়ে তোলার নেপথ্যে আছেন এই বিশেষ মানুষেরা। কখনো স্নেহের সাথে, কখনো বা শাসনের ছড়ি ঘুরিয়ে শিক্ষক-শিক্ষিকারা বাস্তব জীবনের কঠিন পথে হাঁটতে সেখান আমাদের। যদিও স্কুল-কলেজের গন্ডির বাইরেও এমন কিছু মানুষ আছেন, যারা তথাকথিত ভাবে শিক্ষক না হয়েও অনেক কিছু শিখিয়ে যান আমাদের। তাই এই সকল মানুষকে শ্রদ্ধা জানাতে ও তাদের অবদানের প্রতি কৃতজ্ঞতা জাহির করতে আমরা প্রত্যেকে ‘শিক্ষক দিবস’ বা ‘Teachers Day’ -এর দিন তাদের কিছু উপহার দিয়ে থাকি। বিশ্বব্যাপী ৫ অক্টোবর শিক্ষক দিবস পালিত হলেও, ভারতে এই দিবসটি ৫ সেপ্টেম্বর, অর্থাৎ প্রখ্যাত শিক্ষাবিদ ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণণের জন্মজয়ন্তীর দিন পালিত হয়। তাই আগামীকাল শিক্ষক দিবসে আপনারাও যদি নিজেদের প্রিয় শিক্ষাদাতাদের কিছু উপহার দিতে চান, তাহলে বর্তমান পরিস্থিতিতে স্মার্ট ফিটনেস ব্যান্ডের থেকে ভালো বিকল্প আর কিছুই হতে পারে না। কারণ করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যের খেয়াল রাখাই এখন বেশি জরুরি। তাই আজ আমরা এই প্রতিবেদনে ২,০০০ টাকার নিচে উপলব্ধ কয়েকটি সেরা ফিচারের স্মার্টব্যান্ডের খোঁজ দেব আপনাদের।

২,০০০ টাকার কমে উপলব্ধ স্মার্ট ফিটনেস ব্যান্ডের তালিকা (Best Smart Fitness Band)

Realme Band (Green): ১,৯৯৯ টাকা

রিয়েলমির এই স্মার্টব্যান্ডে, কাস্টমাইজযোগ্য ওয়াচ ফেস সহ ০.৯৬ ইঞ্চির (১৬০x৮০ পিক্সেল) LCD কালার ডিসপ্লে আছে। দ্রুত কানেক্টিভিটির জন্য থাকছে ব্লুটুথ ৪.২ এলই। এটি অ্যান্ড্রয়েড ৫.০ বা তার উপরের ওএস ভার্সনের সাথে সামঞ্জস্যপূর্ণ। এতে, থ্রী-অ্যাক্সিস অ্যাক্সেলেরোমিটার সেন্সর, স্লিপ ট্র্যাকার, ৯টি ফিটনেস মোড, পিপিজি হার্ট রেট সেন্সর রয়েছে। মোবাইলের সাথে কানেক্ট করার মাধ্যমে কল এবং ম্যাসেজ চেক করা যাবে এই স্মার্টব্যান্ডে। এটি IP68 রেটিং প্রাপ্ত, তাই ১.৫ মিটার গভীরতা পর্যন্ত জলে ডুবে থাকলে বা ধুলো লাগলেও ওয়্যারেবলটি ক্ষতিগ্রস্থ হবে না। এতে ৯০ mAh ক্যাপাসিটির ব্যাটারি আছে।

OPPO Smart Band: ১,৯৯৯ টাকা

টেকসই, স্ক্র্যাচ-রেজিস্ট্যান্ট গ্লাস যুক্ত কার্ভড লেয়ার ডিসপ্লে দেখা যাবে ওপ্পোর এই স্মার্টব্যান্ডে। এই ডিভাইস অ্যাপোলো ৩ চিপসেট দ্বারা চালিত। এতে ইউজাররা, ব্লাড অক্সিজেন লেভেল বা SpO2 মনিটরিং ফিচার পেয়ে যাবেন। এই ব্যান্ড ওয়াটারফ্রুপ সার্টিফাইড হওয়ায়, স্নান করার সময়ে, সমুদ্রে বা সুইমিং পুলেও পরে থাকা যাবে। এটি একটানা ১২দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে। আর ওয়্যারেবলের রিটেল বক্সের মধ্যে একটি অতিরিক্ত স্ট্র্যাপ দেওয়া থাকবে। যাতে ইউজাররা উপলক্ষ ও ড্রেসিং স্টাইল অনুযায়ী স্মার্টব্যান্ডের স্ট্র্যাপ পরিবর্তন করতে পারেন।

Redmi Smart Band: ১,৫৯৮ টাকা

রেডমির এই স্মার্টব্যান্ডে, ২০০ নিট পর্যন্ত ব্রাইটনেস যুক্ত ১.০৮ ইঞ্চির (১২৮x২২০ পিক্সেল) LCD কালার ১৬ বিট 2D টেম্পার্ড গ্লাস টাচ স্ক্রিন ডিসপ্লে আছে। অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসের সাথে কানেক্ট করার জন্য এতে ব্লুটুথ ৫.০ এলই কানেকশনের সাপোর্ট পাওয়া যাবে। স্মার্টফোনের সাথে কানেক্ট করার পর স্মার্টব্যান্ড থেকেই, টাইম, হার্ট রেট, অ্যাক্টিভিটি, অ্যাপ নোটিফিকেশন এবং কল আইডি চেক করা যাবে। এতে, ২৪x৭ হার্ট রেট মনিটর সহ স্লিপ ট্র্যাকার এবং সেডেন্টারি রিমাইন্ডার ফিচারও উপস্থিত। ফিটনেস ফিচারের মধ্যে থাকছে, আউটডোর রানিং, অ্যাক্সারসাইজ, সাইকেলিং, ট্রেডমিল, জগিং -এই ৫টি স্পোর্টস মোড। রয়েছে থ্রী-অ্যাক্সিস অ্যাক্সেলেরোমিটার সেন্সর। ১৩ গ্রাম ওজনের আল্ট্রা লাইট বডি সহ আসা এই স্মার্টব্যান্ডটি 5ATM রেটিং প্রাপ্ত। ফলে ৫০ মিটার গভীরতা পর্যন্ত জলে এটিকে ব্যবহার করা যাবে। এতে ১৩০mAh ক্যাপাসিটির ব্যাটারি আছে।

Noise ColorFit 2: ১,৬৯৯ টাকা

নয়েজ কালারফিট ২ স্মার্টব্যান্ডে আছে ০.৯৬ ইঞ্চির LCD কালার ডিসপ্লে। এতে ব্লুটুথ ৪.০ কানেকশনের সাপোর্ট পাওয়া যাবে। এই ওয়্যারেবল, আইওএস ৮.০ বা তার উপরের ওএস ভার্সন এবং অ্যান্ড্রয়েড ৪.৪ বা উপরের ওএস ভার্সন চালিত মোবাইলের সাথে সামঞ্জস্যপূর্ণ। এতে, অপটিক্যাল হার্ট রেট মনিটর, স্লিপ ট্র্যাকার, স্টেপ ট্র্যাকার এবং ফিটনেস ট্র্যাকার ফিচার বর্তমান। আর বিশেষত মহিলাদের জন্য এই ডিভাইসে মেন্সট্রুয়াল সাইকেল ট্র্যাকিং ফিচারও অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে ১৪টি ভিন্ন প্রকারের স্পোর্টস মোড আছে, যার মধ্যে জগিং, যোগা, রানিং সামিল থাকছে। কালারফিট ২ স্মার্টব্যান্ডে একই সাথে ৩টি অ্যাক্টিভিটিকে ট্র্যাক করা সম্ভব। ইনকামিং কল, মেসেজ, হোয়াটসঅ্যাপ, ফেসবুক ইত্যাদি চেক করার জন্য এতে স্মার্ট নোটিফিকেশন ফিচার আছে। এটি IP68 ওয়াটারপ্রুফ রেটিং প্রাপ্ত। ফলে ১.৫ মিটার গভীর জলে ৩০ মিনিট ডুবে থাকলেও এই ওয়্যারেবলটি সুরক্ষিত থাকবে। নয়েজ কালারফিট ২ -এর ওজন ২৩.৫ গ্রাম এবং এতে ৯০mAh ক্যাপাসিটির ব্যাটারি আছে।

MevoFit Bold HR Fitness Band: ১,৪৯৯ টাকা

মেভোফিট বোল্ড ফিটনেস ব্যান্ডকে মূলত ক্রীড়াবিদ এবং ক্রীড়াপ্রেমীদের জন্য তৈরী করা হয়েছে। এতে বেশ কয়েকটি অ্যাক্টিভিটি ট্র্যাকিং ফিচার আছে। যার সাহায্যে স্টেপ কাউন্ট, ডিস্টেন্স কভার, রানিং টাইম, ক্যালরি বার্ন এবং ইউজাররা কতক্ষন অ্যাক্টিভ থাকছেন তার একটা গ্রাফ পাওয়া যাবে। এটি, হার্ট রেট ট্র্যাকিং, বড়ো কালার ডিসপ্লে এবং জেসচার কন্ট্রোল ফিচার সহ এসেছে। এছাড়া, স্লিপ ট্র্যাকিং, সেডেন্সারি অ্যালার্ট, অ্যালার্ম, রিমাইন্ডার এবং ওয়েদার অ্যালার্ট জাতীয় ফিচারও সাপোর্ট করে এই স্মার্টব্যান্ডে। স্মার্টফোনের সাথে সংযুক্ত করে, কল, এসএমএস, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, জিমেইল, স্কাইপ সহ অন্যান্য নোটিফিকেশন চেক করা যাবে এই ফিটনেস ব্যান্ডে।

Huawei ERS-B19 Band 2 Classic Activity Tracker (Black): ১,৯৯৯ টাকা

এই স্মার্টব্যান্ডকে হুয়াওয়ে হেলথ অ্যাপের মাধ্যমে স্মার্টফোনের সাথে কানেক্ট করে ব্যবহার করা যাবে। এতে, ডেইলি অ্যাক্টিভিটি মনিটরিং, স্টেপ কাউন্ট, ক্যালরি বার্ন এবং ডিসটেন্স কভার ফিচার পাওয়া যাবে। এছাড়া, ব্রিদিং অ্যাক্সারসাইজ, স্লিপ মনিটর এবং স্লিপ ডেটা কালেকশনের মতো ফিচারও রয়েছে। স্মার্ট অ্যালার্ম, ইভেন্ট অ্যালার্ম, অ্যালার্ম নোটিফিকেশন, ইনকামিং কল, এসএমএস, ই-মেইল, ক্যালেন্ডার, হোয়াটসঅ্যাপ এবং সোশ্যাল মিডিয়া অ্যাপের নোটিফিকেশন চেক করা যাবে এই স্মার্টব্যান্ডে। হুয়াওয়ের এই স্মার্টব্যান্ড পরে দৌড়ানো বা সুইমিং করা যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন