ভারতে নিষিদ্ধ হলেও এখনও খেলা যাবে Garena Free Fire, আগ্রহীরা জেনে নিন কীভাবে খেলবেন

বিগত প্রায় দু-বছরে কয়েকশোর বেশি চীনা অ্যাপ্লিকেশন ব্যান করার পর গত সোমবার আবারও দেশের নিরাপত্তা এবং সুরক্ষার খাতিরে ৫৪টি অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত সরকার, যার মধ্যে জনপ্রিয় ব্যাটেল রয়্যাল গেম Garena Free Fire (গ্যারেনা ফ্রি ফায়ার) শামিল রয়েছে। সরকারি সিদ্ধান্তের ফলে গেমটি এখন আর Google Play Store (গুগল প্লে স্টোর) এবং Apple (অ্যাপল)-এর App Store (অ্যাপ স্টোর)-এ উপলব্ধ নয়। কারণ ইলেক্ট্রনিক্স ও আইটি মন্ত্রকের মতে, নিষিদ্ধ হওয়া অ্যাপগুলি ভারতীয় নাগরিকদের গোপনীয়তা ও নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। তবে তথ্যপ্রযুক্তি মন্ত্রকের জারি করা নিষেধাজ্ঞার ফলে দেশের Play Store এবং App Store থেকে Free Fire অ্যাপকে তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলা হলেও ইউজাররা কিন্তু এখনও চাইলে গ্যারেনা ফ্রি ফায়ার ডাউনলোড করে গেমটি খেলার মজা উপভোগ করার সুযোগ পাবেন!

আসলে গেমটি এখনও স্যামসাং গ্যালাক্সি স্টোরে (Samsung Galaxy Store) ডাউনলোডের জন্য উপলব্ধ। এছাড়া, যে সকল ব্যবহারকারীদের অ্যান্ড্রয়েড ফোন বা আইফোনে ফ্রি ফায়ার ইনস্টল করা রয়েছে, তারা এখনও ভিপিএন ছাড়াই ভারতে গেমটি খেলতে পারে। কিন্তু কতদিন পর্যন্ত খেলা যাবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। সেক্ষেত্রে আগ্রহীরা চাইলে ভিপিএন ব্যবহার করেও গেমটি খেলতে পারবেন।

আপনি কি VPN-এর মাধ্যমে Free Fire গেম খেলতে পারবেন?

২০২০ সালে PUBG Mobile নিষিদ্ধ হওয়ার পর অনেক ইউজার ভিপিএন ব্যবহার করে গেমটি খেলতে শুরু করেন। ঠিক একইভাবে ব্যবহারকারীরা ভিপিএন ব্যবহার করে ভারতে ফ্রি ফায়ার গেমটিও খেলতে পারেন। তবে এই ভিপিএন সার্ভিস পাওয়ার জন্য প্রিমিয়াম মেম্বারশিপের প্রয়োজন হতে পারে। কারণ এমন অনেক ফ্রি ভিপিএন সার্ভিস রয়েছে, যেগুলি ব্যবহার করে গেমটি খেললে আপনি লো ইন্টারনেট স্পিড, হাই পিং এবং ল্যাটেন্সির সমস্যার সম্মুখীন হতে পারেন৷ আবার, অনেক ভিপিএন সার্ভিস ব্যবহারকারীদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে এবং তারপর সেগুলিকে অ্যাডভার্টাইজার এবং থার্ড-পার্টি কোম্পানিগুলির সাথে শেয়ার করে। ফলে যথাযথ ভিপিএন সার্ভিসটি বেছে নেওয়া একান্ত আবশ্যক।

এদিকে ফ্রি ফায়ারের উপর নিষেধাজ্ঞা কতটা কঠোর এবং আগামী দিনে ভারতীয় ইউজারদের গেমটিতে অ্যাক্সেস সম্পূর্ণরূপে হারিয়ে ফেলার সম্ভাবনা রয়েছে তা এখনো স্পষ্ট নয়। এক্ষেত্রে বলে রাখি, ভারত সরকার গেমটির দ্বিতীয় ভার্সনটি কিন্তু নিষিদ্ধ করেনি, যা Garena Free Fire Max নামে পরিচিত। এটি এখনও Google Play Store-এ ডাউনলোডের জন্য উপলব্ধ। তবে এই স্টোরফ্রন্টগুলিতে গেমগুলি কতক্ষণ স্থায়ী হবে, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। আবার, ভারতে ফ্রি ফায়ার পুনরায় চালু করা হবে কি না, সে সম্পর্কেও ফ্রি ফায়ারের ডেভেলপার এবং পাবলিশার, সিঙ্গাপুর-ভিত্তিক সংস্থা Garena-র তরফে এখনও কোনো তথ্য প্রকাশ্যে আসেনি।

প্রসঙ্গত উল্লেখ্য যে, PUBG Mobile ব্যান হওয়ার পর গেমটির নির্মাতা সংস্থা Krafton, Battlegrounds Mobile India (BGMI) নামে ভারতে PUBG Mobile-এর একটি রিব্র্যান্ডেড ভার্সন চালু করেছে। গেমটি রোলআউট হওয়ার কয়েক দিনের মধ্যেই বিপুল জনপ্রিয়তাও অর্জন করে ফেলেছে, দেশের অধিকতর তরুণ প্রজন্মই এখন এই গেমের নেশায় বুঁদ হয়ে রয়েছে। তাই অনেকেই মনে করছেন যে, আগামী ভবিষ্যতে Garena Free Fire-ও নতুন রূপে ভারতে অবতীর্ণ হবে। তবে সত্যিই এই ঘটনা ঘটবে কি না, তার উত্তর একমাত্র সময়ের কাছেই আছে।