Apple কে ট্রল করতে গিয়ে Xiaomi -র হাতে বিদ্ধ OnePlus

নিজেকে সেরা হিসেবে তুলে ধরতে গিয়ে, স্মার্টফোন ব্র্যান্ডগুলি প্রায়ই একে অপরকে নিয়ে কাদা ছোঁড়াছুঁড়ি করে! স্বাভাবিকভাবেই প্রতিযোগিতার বাজারে মজা-ঠাট্টা, মন্তব্য-পাল্টা মন্তব্য চলতেই থাকে। সেক্ষেত্রে প্রোডাক্টের প্রচার বা উপস্থাপনা নিয়েও ব্র্যান্ডগুলি নানাবিধ কারিকুরি করার চেষ্টা করে। কিন্তু এবার, এই বিজ্ঞাপনী প্রচারকে কেন্দ্র করেই প্রকাশ্যে বিতন্ডায় জড়ালো দুই জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Xiaomi এবং OnePlus।

প্রিমিয়াম ডিভাইস নির্মাতা Apple, তার নতুন iPhone 12 সিরিজ লঞ্চ করার ঠিক পরেই, Samsung, Xiaomi-র মত কিছু সংস্থা যে পরোক্ষভাবে মার্কিনি সংস্থাটিকে বিদ্রুপ করেছিল – সেকথা আমাদের সকলেরই জানা। কিন্তু সম্প্রতি ফ্ল্যাগশিপ স্মার্টফোন নির্মাতা OnePlus, তার নতুন OnePlus 8T 5G ডিভাইসটির প্রচার করতে গিয়ে, গ্রাহকদের ‘অ্যাপল’ প্রীতি ছেড়ে ওয়ানপ্লাসের ওপর ভরসা রাখার জন্য আমন্ত্রণ জানিয়েছে। আর ঠিক এইখানেই শুরু হয়েছে আসল গল্প! আসলে ওয়ানপ্লাস, একটি টুইট পোস্টে একটি ছবি শেয়ার করেছে যেখানে রাশি রাশি আপেলের মাঝে ব্র্যান্ডের উল্লিখিত হ্যান্ডসেটটিকে দেখা গিয়েছে এবং টুইটের ক্যাপশন দেওয়া হয়েছে – অ্যাপলের দুনিয়ায় ওয়ানপ্লাসের পাশে দাঁড়ান!

এই টুইট পোস্ট থেকে একথা বেশ স্পষ্ট বোঝা যায়, যে নিজেদের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলিকে, অ্যাপলের প্রিমিয়াম স্ট্যাটাসের সমতুল্যে নিয়ে যেতে মরিয়া চীনা কোম্পানি ওয়ানপ্লাস। সেক্ষেত্রে অন্যান্য বারের মতই, এই টুইট পোস্ট নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি কাপার্টিনো ভিত্তিক টেক জায়ান্ট সংস্থাটি। কিন্তু মজার ব্যাপার এটাই যে, ওয়ানপ্লাসের ওই বিজ্ঞাপনী টুইটে অভিনব কায়দায় নিজের ডিভাইসের প্রচার সেরেছে Xiaomi India।

Xiaomi-র ভারতীয় শাখাটি, ওয়ানপ্লাসের ওই টুইটে রিপ্লাই দিয়ে নিজের Mi 10T Pro ফোনটির কথা জানিয়ে বলেছে – যখন বেশি কিছু পাওয়ার সুযোগ রয়েছে তবে কেন অল্পেতে সন্তুষ্ট থাকবেন! ওই রিটুইটে শাওমি, Mi 10T Pro-এর মূল আকর্ষণ অর্থাৎ ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরার কথা তো উল্লেখ করেছেই, পাশাপাশি ওয়ানপ্লাসের ট্যাগলাইনে (Never Settle) ব্যবহৃত ‘Settle’ শব্দটিকে দিয়েই কায়দা করে হ্যাশট্যাগ (#SettleForBetter) ব্যবহার করেছে। এরপরেই নেটিজেনরা দুই দলে ভাগ হয়ে, দুই ব্র্যান্ডের পক্ষ নিয়েছেন।

OnePlus 8T 5G নাকি Mi 10T Pro – সেরা কোনটি?

দুটি ফোনের ফিচার সম্পর্কে বলতে গেলে, OnePlus 8T 5G-তে ৬.৫৫ ইঞ্চি স্ক্রিন, ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারী ক্যামেরাযুক্ত কোয়াড ক্যামেরা সেটআপ, ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট এবং ১২ জিবি র‌্যাম রয়েছে। সেক্ষেত্রে Mi 10T Pro ডিভাইসটিতে ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে (যার স্ক্রিন রেজোলিউশন ২৪০০×১০৮০ পিক্সেল এবং স্ক্রিন রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ), কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন, ৭ ন্যানোমিটার ফ্যাব্রিকেশন বেসড স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং এবং ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এছাড়া, Mi 10T Pro-তে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারী ক্যামেরা (স্যামসাং HMX/1.33 সেন্সর, অ্যাপারচার f/1.69) সহ ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে।

সুতরাং, সব দিক বিচার করে পারফরম্যান্সের নিরিখে যে Mi 10T Pro-ই কয়েক ধাপ এগিয়ে থাকছে তা আর বলার অপেক্ষা রাখে না!

Tech Gup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Share
Published by
Tech Gup Desk

Recent Posts

“ক্রিকেটের মাঠ…” অবসর নেওয়ার পর শিখরকে স্পেশাল মেসেজ দিলেন শচীন তেন্ডুলকার

ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের ওপেনার শিখর ধাওয়ান। শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে…

51 mins ago

Garena Free Fire Redeem Codes for August 25 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স গেমের রিডিম কোড দেখুন

আপনি যদি Garena Free Fire-এর নিয়মিত প্লেয়ার হন, তাহলে ফ্রি ফায়ার ডায়মন্ডের গুরুত্ব নিশ্চয়ই জানেন।…

11 hours ago

Honor Magic V3: এত হালকা ও পাতলা ফোল্ডেবল ফোন‌ দেখেননি, তাসের ইমারতও ভেঙে পড়ছে না

অনার এর ফোল্ডেবল ফোন Honor Magic V3 বিশ্বব্যাপী লঞ্চের আগে বিশ্ব রেকর্ড করল। আসন্ন আইএফএ…

11 hours ago

লঞ্চের পর এই প্রথম এত কমে iPhone 14 Plus ও iPhone 15 Plus, পুরো 29000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

আগামী মাসে লঞ্চ হতে চলেছে iPhone 16। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, আসন্ন আইফোন সিরিজের…

13 hours ago

180 দিন পর্যন্ত নিশ্চিন্ত, Jio ও Vi এর এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 30 জিবি পর্যন্ত ফ্রি ডেটা

টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। তাই যদি আপনি বেশি ডেটা…

13 hours ago

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

14 hours ago