অবিশ্বাস্য দামে ৪০ ইঞ্চি টিভি, ভারতে লঞ্চ হল OnePlus TV 40Y1

প্রত্যাশামতোই BBK মালিকানাধীন কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড OnePlus, ভারতে আজ তাদের নতুন স্মার্টটিভি লঞ্চ করল। কোম্পানির ষষ্ঠ টিভি হিসাবে এদেশে আজ পা রেখেছে OnePlus TV 40Y1। নাম থেকেই বোঝা যায়, নতুন টিভিটির স্ক্রিন সাইজ হবে ইঞ্চি। এই মুহূর্তে সংস্থাটির Y সিরিজের দুটি স্মার্টটিভি বাজারে সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়। যেহেতু এই সিরিজের অ্যান্ড্রয়েড স্মার্টটিভিগুলি সাধ্যের মধ্যে মার্কেটে উপলব্ধ, তাই যে সকল গ্রাহকরা নতুন একটি বাজেট স্মার্টটিভির খোঁজ করছেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি দারুণ সুখবর। আসুন ওয়ানপ্লাস টিভি ৫০ওয়াই১ এর স্পেসিফিকেশন, ফিচার, দাম এবং লভ্যতা সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিই।

OnePlus TV 40Y1-এর স্পেসিফিকেশন, ফিচার

ওয়ানপ্লাস টিভি ৪০ওয়াই১-এ রয়েছে ১৯২০x১০৮০ পিক্সেল রেজোলিউশন সহ একটি ৪০ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। এই ডিসপ্লেতে গামা ইঞ্জিন পিকচার এনহ্যান্সার (Gamma Engine picture enhancer) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। আবার টিভিটি ৯৩% কভারেজ সহ DCI-P3 কালার গ্যামেট, ৯৩% স্ক্রিন-টু-বডি রেশিও অফার করবে। প্লাস্টিক বিলড সহ আসা এই স্মার্টটিভিকে টেবিলে রাখা যেতে পারে বা দেয়ালে ফিক্স (wall-mounted) করা যেতে পারে। তবে কেনার সময় স্ট্যান্ডটি বাক্সের সাথে দেওয়া হলেও ওয়াল মাউন্টটি আলাদাভাবে কিনতে হবে।

OnePlus TV 40Y1 স্মার্টটিভিটিতে আছে ১ জিবি র‍্যাম এবং ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। এতে ব্যবহার করা হবে ৬৪-বিট চিপসেট (নাম জানা যায়নি)। এটি অ্যান্ড্রয়েড টিভি ৯-বেসড অক্সিজেন প্লে অপারেটিং সিস্টেমে চলবে। এছাড়াও, এতে সমস্ত শীর্ষস্থানীয় স্ট্রিমিং সার্ভিস, Google Chromecast, Google Assistant এবং এমনকি Amazon Alexa-ও সাপোর্ট করবে। বিনোদনের জন্য টিভিটিতে Netflix, Prime Video, Disney+ Hotstar, এবং YouTube প্রি-ইন্সটল আছে। আবার ইউজারদের লেটেস্ট টিভি শো বা সিনেমার জন্য অটোমেটিক রিমাইন্ডার দেবে টিভিতে সেট থাকা ইন্টিগ্রেটেড কনটেন্ট ক্যালেন্ডার।

এছাড়াও, সাউন্ডের জন্য ডিভাইসটিতে ডলবি অডিও সাপোর্ট সহ দুটি ২০ ওয়াট স্পিকার বর্তমান। কানেক্টিভিটির জন্য এই টিভিটিতে রয়েছে সিঙ্গেল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.০, দুটি এইচডিএমআই পোর্ট, দুটি ইউএসবি ২.০ পোর্ট, RF, অপটিক্যাল ডিজিটাল অডিও পোর্ট, ৩-ইন-১ এভি কম্পোজিট, এবং একটি Ethernet পোর্ট।

OnePlus TV 40Y1-এর ভারতে দাম এবং লভ্যতা

ভারতে ওয়ানপ্লাস টিভি ৫০ওয়াই১- এর দাম রাখা হয়েছে ২৩,৯৯৯ টাকা। আগামী ২৬ মে দুপুর ১২ টা থেকে টিভিটির সেল শুরু হবে। ই-কমার্স সাইট Flipkart ছাড়াও ওয়ানপ্লাসের অনলাইন স্টোর থেকে টিভিটি কেনা যাবে। কোম্পানির তরফে জানানো হয়েছে প্রথম সেলে টিভিটি ২১,৯৯৯ টাকায় পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন