পাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট অফার, শুরু হল OnePlus TV 50 Y1S Pro এর সেল

OnePlus ভারতীয় স্মার্ট টিভির বাজারে ধারাবাহিক ভাবে বিভিন্ন প্রাইজ সেগমেন্টের অধীনে নিত্যনতুন মডেল লঞ্চ করছে। যেমন, গত ৪ঠা জুলাই সংস্থাটি Y-সিরিজের অধীনে একটি নতুন স্মার্ট টিভি এদেশে আনে। আর আজ অর্থাৎ ৭ই জুলাই থেকে এই OnePlus TV 50 Y1S Pro -কে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (OnePlus.in) এবং ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon -এর মাধ্যমে সেলে বিক্রির জন্য উপলব্ধ করা হল। সর্বোপরি সেল অফার হিসাবে আলোচ্য মডেলের সাথে ব্যাঙ্ক ডিসকাউন্ট, ইএমআই বিকল্প এবং ১ বছরের Amazon Prime সাবস্ক্রিপশনও অফার করা হচ্ছে। ফলে প্রথম সেলেই OnePlus এর এই স্মার্ট টিভিকে বেশ খানিকটা টাকা সঞ্চয় করে কিনে নেওয়া যাবে। আর ফিচার হিসাবে সাশ্রয়ী প্রাইজ ট্যাগের সাথে আসা এই মডেলটিতে, 4K রেজোলিউশনের ডিসপ্লে প্যানেল, অটো লো-লেটেন্সি মোড, ক্রোমকাস্ট, স্মার্ট ম্যানেজার ফিচার সহ একাধিক অত্যাধুনিক বৈশিষ্ট্য উপলব্ধ। চলুন OnePlus 50 Y1S Pro স্মার্ট টিভির দাম, অফার ও স্পেসিফিকেশন সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

OnePlus TV 50 Y1S Pro এর দাম ও সেল অফার

ভারতে ওয়ানপ্লাস টিভি ৫০ ওয়াই১এস প্রো স্মার্ট টিভিকে ৩২,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছে। আগ্রহী ক্রেতারা, উক্ত মডেলটিকে ৭ই জুলাই অর্থাৎ আজ এই মুহূর্ত থেকেই অনলাইন শপিং পোর্টাল অ্যামাজন (Amazon), সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (OnePlus.in), ওয়ানপ্লাস এক্সপেরিয়েন্স স্টোর এবং দেশের কয়েকটি অফলাইন রিটেল পার্টনার স্টোরের মাধ্যমে কিনে নিতে পারবেন।

অফারের কথা বললে, ওয়ানপ্লাসের ওয়াই-সিরিজ অন্তর্গত এই নয়া স্মার্ট টেলিভিশনকে Axis ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে কিনলে ৩,০০০ টাকার বিশেষ ডিসকাউন্ট দেওয়া হবে। আবার, অ্যামাজন এবং সংস্থার অফিসিয়াল সাইটের (OnePlus.in) মাধ্যমে ক্রয় করলে নয় মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই বিকল্পের সুবিধা পাওয়া যাবে। সর্বোপরি, যেসকল ক্রেতারা ই-কমার্স ওয়েবসাইট অ্যামাজনের মাধ্যমে টিভিটি খরিদ করবেন, তারা অ্যামাজন প্রাইম এর ১ বছরের সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন।

OnePlus TV 50 Y1S Pro স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস টিভি ৫০ ওয়াই১এস প্রো স্মার্ট টিভি অ্যান্ড্রয়েড টিভি ১০.০ ওএস চালিত। এতে একটি ৫০ ইঞ্চির 4K UHD (৩,৮৪০x২,১৬০ পিক্সেল) ডিসপ্লে আছে, যা HDR10+, HDR10 এবং HLG ফর্ম্যাট সমর্থন করে। উন্নত মানের ভিজ্যুয়াল অফার করার জন্য এতে প্রিলোডেড গামা ইঞ্জিন ব্যবহার হয়েছে, যা মোশন এস্টিমেশন মোশন কম্পেনসেশন (MEMC) টেকনোলজির সাপোর্ট সহ আসে। স্মার্ট ফিচার হিসাবে উক্ত মডেলে মাল্টিকাস্ট এবং গুগল ডুও অ্যাপ বিদ্যমান। এই টেলিভিশনটিকে ডলবি অডিও সমর্থিত দুটি ফুল-রেঞ্জ স্পিকার সিস্টেম দিয়ে সজ্জিত করে নিয়ে আসা হয়েছে, যা মোট ২৪ ওয়াট সাউন্ড আউটপুট সরবরাহ করে।

অন্যান্য লেটেস্ট ওয়ানপ্লাস টিভি মডেলের মতো, OnePlus TV 50 Y1S Pro -তেও কনটেন্ট একত্রীকরণ প্ল্যাটফর্ম অক্সিজেনপ্লে ২.০ (OxygenPlay 2.0) উপলব্ধ, যা ২৩০টিরও বেশি লাইভ চ্যানেলের অ্যাক্সেস অফার করে বলে দাবি করা হয়েছে। এছাড়া, এতে পাওয়া যাবে ওয়ানপ্লাস কানেক্ট ২.০ (OnePlus Connect 2.0) নামের একটি বিশেষ ফিচার, যা টিভিকে সামঞ্জস্যপূর্ণ স্মার্টফোনের সাথে সংযুক্ত করতে এবং সেটিকে রিমোট কন্ট্রোলার হিসাবে ব্যবহার করার অনুমতি দেবে। এছাড়া, আলোচ্য স্মার্ট টিভিতে মোবাইল থেকে সরাসরি কনটেন্ট কাস্ট বা শেয়ার করার জন্য ক্রোমকাস্টের পাশাপাশি DLNA এবং মিরাকাস্টও উপলব্ধ। আর ভয়েস কমান্ড করার জন্য থাকছে গুগল অ্যাসিস্ট্যান্ট ও অ্যালেক্সা সফ্টওয়্যার দুটি।

অন্যান্য বিশেষত্বের কথা বললে, এই নতুন ওয়ানপ্লাস স্মার্ট টিভিতে গেম মোড প্রিলোড করা আছে, যা ব্যবহারকারীদের এইচডিএমআই পোর্টের সাথে গেমিং কনসোল কানেক্ট করার সময় ‘অটো লো লেটেন্সি মোড’ বা ALLM ফিচার অ্যাক্সেস করতে দেবে। বাচ্চারা টিভিতে যাতে তাদের বয়সোপযোগী বিষয়বস্তু দেখে, তা নিরীক্ষণ ও নিয়ন্ত্রণ করার জন্য অভিভাবকেরা উক্ত টিভিতে কিডস মোড পেয়ে যাবেন। আবার, এই ওয়ানপ্লাস টিভিটি OnePlus Buds এবং OnePlus Buds Pro -এর সাথে সামঞ্জস্যপূর্ণ। এক্ষেত্রে, টিভিতে থাকা ‘কানেক্ট’ বাটন চয়ন করার মাধ্যমে উল্লেখিত অডিও গ্যাজেটগুলিকে কানেক্ট করা যাবে। জানিয়ে রাখি, ব্যবহারকারীরা যদি তাদের কান থেকে ইয়ারবাড সরিয়ে দেন, তবে স্বয়ংক্রিয়ভাবে অন-স্ক্রীন কনটেন্ট পজ করে দেবে এই টিভি।

OnePlus TV 50 Y1S Pro এসেছে ২ জিবি র‌্যাম এবং ৮ জিবি অনবোর্ড স্টোরেজের সাথে। আর কানেক্টিভিটির জন্য এই টেলিভিশনে, ওয়াই-ফাই ৮০২.১১ এ/বি/জি/এন, ব্লুটুথ ভি৫.০, তিনটি এইচডিএমআই ২.১ পোর্ট, দুটি ইউএসবি ২.০ পোর্ট, একটি RJ45 ইথারনেট স্লট, একটি অপটিক্যাল অডিও আউটপুট এবং একটি AV (কম্পোজিট) ইনপুট অন্তর্ভুক্ত করা হয়েছে৷

Subheccha Das Poddar

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

3 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

3 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

4 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

6 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

6 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

7 hours ago