এবছরে লঞ্চ হবেনা নতুন প্রযুক্তির OnePlus Watch, জেনে নিন কারণ

OnePlus নামটি শুনলেই আমাদের মাথায় আসে প্রিমিয়াম ডিজাইনের ফ্ল্যাগশিপ স্মার্টফোনের কথা। তবে বেশ অনেকদিন ধরেই জল্পনা চলছে OnePlus প্রবেশ করতে চলেছে বাজারের স্মার্টওয়াচ বিভাগে। এমনকি…

OnePlus নামটি শুনলেই আমাদের মাথায় আসে প্রিমিয়াম ডিজাইনের ফ্ল্যাগশিপ স্মার্টফোনের কথা। তবে বেশ অনেকদিন ধরেই জল্পনা চলছে OnePlus প্রবেশ করতে চলেছে বাজারের স্মার্টওয়াচ বিভাগে। এমনকি OnePlus 8T ডিভাইসের লঞ্চ ইভেন্টে এই জল্পনাকে সত্যি বলে জানিয়েছিল সংস্থাটি। তবে এখন বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, ওয়ানপ্লাসের নতুন প্রযুক্তির স্মার্টওয়াচ, OnePlus Watch বাজারে আসতে আরো কিছুটা দেরি হবে।

রিপোর্ট অনুযায়ী, গত ২০১৬ সাল থেকে স্মার্টওয়াচের ওপর কাজ করছে OnePlus। এমনকি সংস্থাটি নতুন স্মার্টওয়াচের জন্য কিছু স্কেচও প্রকাশ করেছিল। তবে সংস্থাটি এই কয়েক বছরে স্মার্টফোন লাইনআপের ওপরেই বেশি ফোকাস করেছে। ফলে বাজারের অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ডগুলি নতুন স্মার্টওয়াচ নিয়ে হাজির হলেও, এই বিষয়ে ওয়ানপ্লাসের কোনো হেলদোল লক্ষ্য করা যায়নি। তবে আজ ম্যাক্স জে নামের এক টিপস্টার জানিয়েছেন, ওয়ানপ্লাসের স্মার্টওয়াচ প্রকল্পটি অনির্দিষ্টকালের জন্য বিলম্বিত হয়েছে।

ওই টিপস্টার টুইট পোস্টে লিখেছেন, কয়েক সপ্তাহ আগেও মনে হচ্ছিল অক্টোবরে OnePlus Watch বাজারে আসবে। কিন্তু সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এই প্রোডাক্টটির লঞ্চ ডেট পিছিয়ে দেওয়া হয়েছে। তবে কতদিনের জন্য বা কী কারণে ওয়ানপ্লাস ওয়াচের লঞ্চ স্থগিত করা হয়েছে, তার কোনো কারণ এখনো জানা যায়নি। তবে ম্যাক্সের অনুমান উৎপাদন বা সফ্টওয়্যার-হার্ডওয়্যার ডেভেলপমেন্ট সংক্রান্ত কোনো জটিলতা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে ওয়ানপ্লাস।

এই মুহূর্তে ওয়ানপ্লাসই বোধহয় বাজারের একমাত্র স্মার্টফোন ব্র্যান্ড যার প্রোডাক্ট পোর্টফোলিওর অধীনে কোনো উইয়ারেবল (পরিধানযোগ্য) ডিভাইস নেই। তবে আশা করা যায় আগামী বছরের মধ্যেই বাজারে আসবে ওয়ানপ্লাস ওয়াচ, যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগনের ওয়্যার ৪১০০ প্রসেসর ব্যবহার করা হবে। আবার এটি গুগলের ওয়্যার-ওসে চলবে বলে আশা করা হচ্ছে।