Online Earning: Instagram-এর মাধ্যমে প্রতি মাসে হাজার হাজার টাকা উপার্জনের সুযোগ, জেনে নিন কীভাবে

Online Earning App: ফটো শেয়ারিং ও শর্ট ভিডিও প্ল্যাটফর্ম হিসেবে ইনস্টাগ্রাম (Instagram) গোটা বিশ্বের পাশাপাশি ভারতেও যথেষ্ট জনপ্রিয়। বিপুল সংখ্যক মানুষের স্মার্টফোনে এই অ্যাপটির দেখা পাওয়া যায়। এখানে ইউজাররা stories-এর মাধ্যমে সকলের সঙ্গে শেয়ার করে নেন নিজেদের প্রিয় মুহূর্ত, বা তৈরি করেন Reels ভিডিও। পাশাপাশি অবসর সময়ে অন্যদের শেয়ার করা ভিডিও দেখার জন্যও বহু মানুষ এখন এই অ্যাপটির দ্বারস্থ হন। এই জিনিসগুলি হয়তো অনেকেরই জানার মধ্যে পড়ে, কিন্তু আপনারা কি একথা জানেন যে, Instagram-এর মাধ্যমে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আয় করা যায়? না না, কোনো রসিকতা করছি না; একদম সত্যি কথাই বলছি। ঘরে বসে খুব কম সময় ব্যয় করে সহজ কিছু কাজ করলেই Instagram থেকে আপনি লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন। কিন্তু কীভাবে? সেই কথাই আমরা আপনাদেরকে এই প্রতিবেদনে জানাতে চলেছি।

তবে ইনস্টাগ্রামের মাধ্যমে উপার্জন শুরু করার আগে আপনার এই প্ল্যাটফর্মটির সাথে সম্পর্কিত যাবতীয় ডিটেলস বিশদে জেনে নেওয়া উচিত। উদাহরণস্বরূপ, আপনার কাছে (অ্যাকাউন্টে) কী ধরনের টুলস আছে, সেগুলি কীভাবে ব্যবহার করা যেতে পারে, ইনস্টাগ্রাম কোন ইউজারদের উপার্জনের সুযোগ দেয়, ইত্যাদি। এগুলি সম্পর্কে সবকিছু জানা থাকলে আপনি আপনার টাকা উপার্জনের লক্ষ্যে যথাযথভাবে ফোকাস করতে পারবেন।

স্ট্রং প্রোফাইল: যদি আপনার প্রোফাইল ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয় হয়, তবে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার উপার্জনের ভালোরকম সুযোগ রয়েছে। যেহেতু প্রোফাইল দেখে ইউজাররা আপনাকে ফলো করা শুরু করবে; তাই একটি ভালো প্রোফাইল আপনার অ্যাকাউন্টের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেজন্য প্রোফাইল তৈরি করার সময় যাবতীয় প্রয়োজনীয় তথ্য দিতে ভুলবেন না, কারণ এগুলির মাধ্যমেই ইউজাররা আপনার সাথে কানেক্ট করতে পারবে।

ফলোয়ার: ইনস্টাগ্রাম থেকে উপার্জন করতে হলে আপনার বেশ কিছু ভালো ফলোয়ার থাকা প্রয়োজন। নকল বা ভুয়ো ফলোয়ার ব্যবহার করে আপনি কখনোই ইনস্টাগ্রাম-এর মাধ্যমে আয় করতে পারবেন না। ভালোমতো উপার্জন করতে গেলে ইনস্টাগ্রামে আপনার ১,০০০ বা তার বেশি রিয়েল ফলোয়ার থাকতে হবে।

উপার্জনের জন্য রিলসের ব্যবহার: ইনস্টাগ্রাম রিলস হল সহজে উপার্জন করার একটি অন্যতম রাস্তা। স্বল্পদৈর্ঘ্যের কিছু ভিডিও আপনাকে শেয়ার করতে হবে, যার মাধ্যমে আপনি রোজগার করতে পারবেন। তবে এক্ষেত্রে বেশ কিছু শর্তাবলী প্রযোজ্য, যেগুলি সম্পর্কে উপার্জন শুরু করার আগে আপনার বিশদে জেনে নেওয়া প্রয়োজন।

পেইড পার্টনারশিপ: যদি আপনি ভালো Reels বানিয়ে আপনার ফলোয়ারের সংখ্যা বাড়াতে থাকেন, তাহলে একথা খুব স্পষ্ট যে আপনার Reels-গুলি বিপুলভাবে জনপ্রিয় হচ্ছে এবং বহু সংখ্যক মানুষ সেগুলিকে দেখছে। তাই কোনো নামী কোম্পানি তাদের প্রোডাক্টগুলিকে আরও জনপ্রিয় করার জন্য আপনাকে পেইড পার্টনারশিপ অফার করতে পারে। তবে আপনার ফলোয়ারের সংখ্যা কত বা আপনি সোশ্যাল মিডিয়ায় কতটা অ্যাক্টিভ, তার উপর নির্ভর করবে যে আপনি এই পেইড পার্টনারশিপের মাধ্যমে কত টাকা উপার্জন করতে পারবেন। প্রচুর Instagram ব্যবহারকারী এখন এইভাবে অনেক অনেক টাকা রোজগার করছেন।