Earn Real Money: ঘরে বসে এই পাঁচটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে অর্থ উপার্জন করুন

Money Earning Sites: টাকা রোজগার করতে গেলে বাড়ি থেকে বাইরে বেরোতে হবে – এতদিন পর্যন্ত এমন একটা ধারণা সকলেরই ছিল। কিন্তু বর্তমান সময়ে বাড়িতে বসেই অনলাইনে বিভিন্ন মানি আর্নিং অ্যাপ (Money Earning Apps) বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে কাজে লাগিয়ে রোজগার করা যাচ্ছে, যা মানুষের এই চিরাচরিত চিন্তাধারায় আমূল পরিবর্তন এনেছে। তাই রোজগেরে মানুষের পাশাপাশি অবসর সময়কে কাজে লাগাতেও বহু মানুষ এখন এই পথে হাঁটা শুরু করেছেন।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হল, বিশেষ কোনো ডিগ্রি বা ট্যালেন্ট না থাকলেও কেবলমাত্র হাতে একটি স্মার্টফোন এবং অ্যাক্টিভ ইন্টারনেট কানেকশন থাকলেই এখন অনলাইনে অর্থ উপার্জন করা সম্ভবপর হচ্ছে, যা কয়েক বছর আগেও মানুষ স্বপ্নেও ভাবতে পারতো না। আর এই কাজে মানুষকে বিশেষভাবে সহায়তা করছে আমাদের বহুল পরিচিত বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তাই আজকে আমরা এই প্রতিবেদনে আপনাদেরকে সেরা পাঁচটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কথা জানাতে চলেছি, যেগুলির মাধ্যমে আপনারা খুব সহজে ঘরে বসেই অনলাইনে টাকা রোজগার (Make Money Online – Work from Home) করতে সক্ষম হবেন।

Snapchat

Snapchat-এ কনটেন্ট বানিয়ে ও‌ শেয়ার করে বিশ্বব্যাপী ইউজাররা প্রতিদিন ১ মিলিয়ন ডলার (প্রায় ৭.৫৭ কোটি টাকা) আয় করতে সক্ষম হচ্ছেন বলে সাম্প্রতিক এক রিপোর্টে জানা গেছে। এই অ্যাপের মাধ্যমে টাকা রোজগার করার জন্য ব্যবহারকারীদের শুধুমাত্র তাদের স্মার্টফোন ক্যামেরা ব্যবহার করে কনটেন্ট শেয়ার করতে হবে। ব্যবহারকারীরা অ্যাপের মাধ্যমে তৈরি করা কনটেন্ট বা স্ন্যাপ, Spotlight-এ সাবমিট করে উপার্জন করতে পারেন। সবার চেয়ে সেরা Snap শেয়ার করতে পারলে ইউজাররা এই অ্যাপের মাধ্যমে অর্থ রোজগার করতে পারবেন।

YouTube

গতবছর YouTube-এ Shorts নামক শর্ট ভিডিও প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। কনটেন্ট ক্রিয়েটররা এখন Youtube Shorts-এ তাদের তৈরি করা শর্ট ভিডিও শেয়ার করতে পারেন। যেসব ইউজারদের ভিডিওগুলি সবচেয়ে বেশি ভিউ এবং লাইক পাবে, তাদের Google (YouTube-এর মূল সংস্থা) ভালোরকমের অর্থ প্রদান করবে। এর পাশাপাশি যেসব YouTube চ্যানেলের কমপক্ষে ১২ মাসে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম এবং ১,০০০ সাবস্ক্রাইবার থাকবে, তারাও বেশ মোটা টাকা কামাতে সক্ষম হবেন।

Instagram

বর্তমান ডিজিটাল যুগে Instagram-এর মাধ্যমেও ঘরে বসেই টাকা আয় করা সম্ভব। কনটেন্ট তৈরি করে এই প্ল্যাটফর্মের মাধ্যমে রোজগার করা যেতে পারে। কনটেন্ট ক্রিয়েটরদের দ্বারা শেয়ার করা ভিডিওগুলির (Reels) ভিউ যত বাড়বে, তার সাথে সাথে তাদের ফলোয়ারের সংখ্যাও তত বাড়বে। এবং যাদের ফলোয়ারের সংখ্যা যত বেশি হবে, তত বেশি টাকা দিয়ে বিভিন্ন ব্র্যান্ড তাদের প্রোডাক্টের বিজ্ঞাপন দেওয়াবে।

Facebook

কনটেন্ট ক্রিয়েট করে Facebook-এর মাধ্যমেও রোজগার করা সম্ভব। এই প্ল্যাটফর্মটিকে কাজে লাগিয়ে বিভিন্নভাবে অর্থ উপার্জন করা যেতে পারে। ব্যবহারকারীরা তাদের Facebook পেজ তৈরি করে উপার্জন করতে পারেন। ইউজাররা Facebook পেজ করার পরে প্ল্যাটফর্মে তাদের কনটেন্ট শেয়ার করতে পারেন। শেয়ার করা কনটেন্ট প্রচুর পরিমাণে ভিউ, লাইক পেলে এবং পেজ মনিটাইজ হলে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকেও ভালোরকম অর্থ উপার্জন করা যায়।

Twitter

ব্যবহারকারীরা Twitter অ্যাপের মাধ্যমে Tips Jar ব্যবহার করে অর্থ উপার্জন করতে পারেন। Tips পাঠানো বা রিসিভ করার জন্য Android বা iPhone ইউজাররা এই ফিচারটি ব্যবহার করতে পারেন। Twitter-এর এই ফিচারটি বর্তমানে বহু সংখ্যক ব্যবহারকারীদের জন্য উপলব্ধ, যার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর, জার্নালিস্ট, এক্সপার্ট, এবং নন-প্রফিট অরগ্যানাইজেশনও শামিল রয়েছে।