9 মিনিটে হবে ফুল চার্জ, Oppo 150W, 240W SuperVOOC চার্জিং টেকনোলজি প্রকাশ্যে এল

Oppo বিগত কয়েক বছর ধরে ফাস্ট চার্জিং প্রযুক্তি নিয়ে কাজ করছে। তারই ফলস্বরূপ এবার মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২২ (Mobile World Congress 2022) ইভেন্টে সংস্থাটি 150W SuperVOOC চার্জিং টেকনোলজির উপর থেকে পর্দা সরিয়েছে। পাশাপাশি কোম্পানির তরফে 240W SuperVOOC চার্জিং টেকনোলজি জনসমক্ষে আনা হয়েছে। উল্লেখ্য, Realme-ও গতকাল এই ইভেন্টে 150W SuperDart চার্জিং টেকনোলজি লঞ্চ করেছে, যার কার্যকারিতা Oppo-র এই চার্জিং প্রযুক্তির মতো।

Oppo 150W SuperVOOC চার্জিং টেকনোলজি কিভাবে কাজ করবে

ওপ্পো-র তরফে জানানো হয়েছে, তাদের ১৫০ ওয়াট সুপারভুক চার্জিং টেকনোলজি ৪,৫০০ এমএএইচ ব্যাটারি কে ৫ মিনিটে ৫০ শতাংশ চার্জ করতে সক্ষম। আবার আপনি যদি মনে করেন, এই চার্জিং টেকনোলজির জন্য অ্যাডাপ্টর আরও বড় আকার নেবে, তবে আপনি ভুল। কারণ ওপ্পো বলেছে, তাদের এই চার্জিং টেকনোলজির অ্যাডাপ্টরের সাইজ হবে আগের ৬৫ ওয়াট অ্যাডাপ্টরের মতো, অর্থাৎ পরিমাপ ৫৮ x ৫৭ x ৩০ মিমি এবং ওজন ১৭২ গ্রাম।

ওপ্পো একটি বিবৃতিতে বলেছে, তাদের Oppo 150W SuperVOOC Flash চার্জারের মধ্যে কোম্পানির নিজস্ব ডেভেলপ করা BHE (ব্যাটারি হেল্থ ইঞ্জিন) উপলব্ধ, যা ১৬০০ বার চার্জ করলেও ফোনের ব্যাটারি ৮০ শতাংশ তার ক্ষমতা (ক্যাপাসিটি) বজায় রাখতে পারে। অর্থাৎ সুপারভুক চার্জার ফোনের ব্যাটারিকে সেভাবে ক্ষতি করবে না।

Oppo 150W SuperVOOC চার্জিং টেকনোলজি

১৫০ ওয়াট ফাঁস্ট চার্জিংয়ের সাথে, ওপ্পো, এই ইভেন্টে ২৪০ ওয়াট সুপারভুক চার্জিং টেকনোলজি প্রদর্শন করেছে। যদিও এই দুই চার্জিং টেকনোলজিসহ কোন স্মার্টফোন বাজারে আসবে তা কোম্পানির তরফে এখনো বলা হয়নি। কেবল জানা গেছে, ২৪০ ওয়াট সুপারভুক চার্জিং প্রযুক্তি, ৪,৫০০ এমএএইচ ব্যাটারি কে ০-১০০ শতাংশ চার্জ করতে ৯ মিনিট সময় নেবে। এটি টাইপ সি ইন্টারফেসে ২৪ভোল্ট/১০অ্যাম্পিয়ার টেকনোলজি সহ ডিজাইন করা হয়েছে।

এটি চার্জিং গতি বাড়ানোর জন্য মাল্টি-বুস্ট চার্জিং পাম্প ব্যবহার করে, আবার এর টেম্পারেচার ম্যানেজমেন্ট অ্যালগরিদম চার্জ করার সময় একটি নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখতে হার্ডওয়্যারের সাথে কাজ করে। নতুন চার্জিং প্রযুক্তিটি লিথিয়াম ব্যাটারিগুলির সাথেও কাজ করে যা দ্রুত গতিতে চার্জ করতে সাহায্য করার জন্য উচ্চ স্তরের চার্জিং কারেন্টের সাথে এসেছে।