Oppo A11s বাজেট রেঞ্জে তিনটি ক্যামেরা ও Snapdragon প্রসেসর সহ লঞ্চ হল, জানুন দাম

Oppo A11s বাজেট রেঞ্জে আজ লঞ্চ হল। আপাতত চীনে পাওয়া যাবে ফোনটি। এই ফোনের দাম শুরু হচ্ছে প্রায় ১২,০০০ টাকা থেকে। Oppo A11s ফোনে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৬০ প্রসেসর ও ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। আবার ডুয়েল সিমের ফোনটি এইচডি প্লাস ডিসপ্লে ও ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এসেছে। আসুন Oppo A11s ফোনের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

ওপ্পো এ১১এস ফোনের দাম (Oppo A11s Price)

ওপ্পো এ১১এস ফোনের ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজের দাম ৯৯৯ ইউয়ান (প্রায় ১১,৭৫০ টাকা)। আবার ফোনটি ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে, যার দাম ১,১৯৯ ইউয়ান (প্রায় ১৪,১০০ টাকা)। এছাড়া ফোনটির ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টও আছে, তবে এর দাম জানানো হয়নি।

ফোনটি ড্রিম হোয়াইট ও ম্যাট ব্ল্যাক কালারে এসেছে। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ওপ্পো এ১১এস এখন কেনা যাচ্ছে। চীনের বাইরে ফোনটি কবে লঞ্চ হবে তা এখনও জানা যায়নি।

ওপ্পো এ১১এস ফোনের স্পেসিফিকেশন (Oppo A11s Specifications)

ওপ্পো এ১১এস ফোনে আছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস (১৬০০ x ৭২০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে। এর স্ক্রিন টু বডি রেশিও ৮৯.২ শতাংশ, ব্রাইটনেস ৪৮০ নিট, রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৬০ প্রসেসর। ফোনটি ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য Oppo A11s ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/২.২ অ্যাপারচার সহ ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও ২ মেগাপিক্সেল ম‌্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে এফ/২.০ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Oppo A11s ফোনে দেওয়া হয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি। সিকিউরিটির জন্য ফোনের ব‌্যাকপ্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ বেসড কালারওএস ৭.২ কাস্টম স্কিনে রান করবে। Oppo A11s ফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে 4G, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট ও ৩.৫মিমি হেডফোন জ্যাক।