আজই শেষ দিন, Oppo A12 পাওয়া যাচ্ছে ৯ হাজার টাকার কমে

কয়েকদিন আগেই ই-কমার্স সাইট Flipkart নিয়ে এসেছিল Oppo Advance Days সেল। নাম দেখেই বুঝতে পারছেন এই সেলে কেবল ওপ্পোর বিভিন্ন রেঞ্জের ফোন ডিসকাউন্টে পাওয়া যাবে। তাই আপনি যদি নতুন কোনো ওপ্পো স্মার্টফোন কিনতে চান, আপনার জন্য এ এক সুবর্ণ সুযোগ। তবে এই সেলের আজই শেষ দিন। আর এই শেষ বেলায় এসে Oppo A12 কিনতে পারবেন ৯ হাজার টাকার কমে। আজ্ঞে হ্যাঁ! এই মুহুর্তে, Flipkart-এ ফোনটি ১৮-২০ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে। আসুন, ফোনটির দাম, অফার ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Oppo A12 দাম ও সেল অফার

ওপ্পো এ১২ এর ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজের দাম ৯,৯৯০ টাকা। তবে সেলে ফোনটি ডিসকাউন্টের সাথে ৮,৭৯০ টাকায় উপলব্ধ। এছাড়া, রয়েছে ইএমআই-এর সুবিধাও, যার জন্য ৩০০ টাকা করে প্রতিমাসে পরিশোধ করতে হবে। আবার, আপনি যদি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডার হন, তাহলে পাবেন ৪৩৮ টাকা পর্যন্ত ডিসকাউন্ট

Oppo A12 স্পেসিফিকেশন

ওপ্পো এ১২ ফোনে আছে ৬.২৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যা ৪৫০ নিটস‌ পর্যন্ত ব্রাইটনেস অফার করে। সুরক্ষার জন্য এই ডিসপ্লের উপরে রয়েছে গরিলা গ্লাস ৩ এর প্রোটেকশন। সস্তা বাজেটের এই ফোনে মিডিয়াটেক হেলিও পি৭৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। উল্লেখ্য, ওপ্পো এ১২ ফোনটিকে ব্লু, ব্ল্যাক, ডিপ ব্লু ও ফ্লোয়িং সিলভার এই চারটি কালার বিকল্পে বেছে নেওয়া যাবে।

ক্যামেরার কথা বললে, ওপ্পো এ১২ ফোনে ডুয়েল ক্যামেরা সেটআপ বিদ্যমান। পিছনের অংশে রয়েছে ১৩ মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেন্সর ও একটি ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। এছাড়া, সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে একটি ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও দেওয়া হয়েছে।

ডুয়াল সিমের Oppo A12 ফোনটি অ্যান্ড্রয়েড ৯ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হয়। আবার, পাওয়ার ব্যাকআপের জন্য এতে রয়েছে ৪,৩২০ এমএএইচ ব্যাটারি।