Oppo A16K আগামী বছরের শুরুতে ভারতে আসছে, দাম রাখা হতে পারে ১১ হাজার টাকার কম

এবছর নভেম্বর মাসে ওপ্পো ফিলিপাইনের বাজারে Oppo A16K স্মার্টফোনটি লঞ্চ করে। তারপর থেকে গুঞ্জন শুরু হয় এই বাজেট ফোনটি শীঘ্রই ভারতে বাজারে পা রাখবে। এখন এক জনপ্রিয় টিপস্টার দাবি করেছেন, আগামী বছর জানুয়ারির প্রথম দিকেই Oppo A16K স্মার্টফোনটি ভারতে আত্মপ্রকাশ করবে। এই ফোনে থাকতে পারে মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর, ৩ জিবি র‍্যাম, ১৩ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ ও ৪,২৩০ এমএএইচ ব্যাটারি। ভারতের বাজারে Oppo A16K ১১,০০০ টাকারও কমে উপলব্ধ হবে বলে আশা করা হচ্ছে।

Oppo A16K ভারতে আসছে জানুয়ারির প্রথমেই

টিপস্টার মুকুল শর্মা 91Mobiles কে জানিয়েছেন, ২০২২ সালের জানুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে ওপ্পো এ১৬কে ফোনটি ভারতে আত্মপ্রকাশ করবে। টিপস্টার আরও জানিয়েছেন, এই ফোনটিকে ভারতে “live a worthy life” ট্যাগলাইনের সাথে বাজারজাত করা হবে। ওপ্পো এ১৬কে ফোনের ভারতীয় সংস্করণটির বেশ কিছু স্পেসিফিকেশনও তিনি জানিয়েছেন।

ওপ্পো এ১৬কে -এর সম্ভাব্য দাম (Oppo A16K Expected Price)

ফিলিপাইনে ওপ্পো এ১৬কে ফোনটির দাম রাখা হয়েছে ৬,৯৯৯ ফিলিপিন পেসো (আনুমানিক ১০,২১৯ টাকা)। মনে করা হচ্ছে, এই ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টটিও একই দামে পাওয়া যাবে। ভারতের বাজারে ওপ্পো এ১৬কে ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজ সহ আসতে পারে এবং এই বাজেট ফোনটি ব্ল্যাক, ব্লু এবং হোয়াইট – এই তিনটি কালারে উপলব্ধ হতে পারে।

ওপ্পো এ১৬কে -এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Oppo A16K Expected Specifications)

আসন্ন ওপ্পো এ১৬কে ফোনের ভারতীয় ভার্সনে থাকতে পারে ৬.৫২ ইঞ্চির এইচডি+ আই-কেস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। ফোনটি রান করতে পারে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক কালারওএস ১১.১ (ColorOS 11.1) কাস্টম স্কিনে।

ফটোগ্রাফির জন্য Oppo A16K স্মার্টফোনটির ব্যাক প্যানেলে থাকতে পারে ডুয়েল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরা সেটআপের ভেতরে দেওয়া হতে পারে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর ও ৫ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর।

ফিলিপাইনে লঞ্চ হওয়া Oppo A16K ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর। পাওয়ায় ব্যাকআপের জন্য এই ফোনে আছে ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,২৩০ এমএএইচ ব্যাটারি। ওপ্পোর এই নতুন বাজেট ফোনটির ওজন ১৭৫ গ্রাম।