Oppo A16K ফোনের দাম ১০০০ টাকা কমলো, ১৩ মেগাপিক্সেল ক্যামেরার এই ডিভাইসের নতুন মূল্য দেখে নিন

Oppo A16K চলতি মাসের শুরুতে ভারতে লঞ্চ হয়েছিল। এই ফোনটির দাম শুরু হয়েছিল ১০,৪৯০ টাকা থেকে। তবে এখন থেকে ফোনটি ১০০০ টাকা পর্যন্ত কমে পাওয়া যাবে। আজ্ঞে হ্যাঁ! ফোনটির দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম আজ কমানো হয়েছে। Oppo A16K ফোনে পাওয়া যাবে ৪,২৫০ এমএএইচ ব্যাটারি, ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর ও এইচডি প্লাস ডিসপ্লে। মুম্বাইয়ের মহেশ টেলিকম প্রথম ফোনটির দাম কমার খবর সামনে আনে। আজ থেকেই Oppo A16K নতুন মূল্যে পাওয়া যাবে।

Oppo A16K ফোনের নতুন দাম

ওপ্পো এ১৬কে ফোনের ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ১১,৯৯০ টাকা। তবে ১,০০০ টাকা কমে এখন ওপ্পো-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফোনটি পাওয়া যাচ্ছে। যদিও অ্যামাজন ও ফ্লিপকার্ট এখনও এই স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম আপডেট করেনি।

অন্যদিকে ওপ্পো এ১৬কে ফোনের ৩ জিবি র‌্যাম + ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ৫০০ টাকা ছাড়ে এখন ৯,৯০০ টাকায় কেনা যাবে। আগে এই স্টোরেজ ভ্যারিয়েন্ট ১০,৪৯০ টাকায় বিক্রি করা হত।

Oppo A16K ফোনের স্পেসিফিকেশন, ফিচার

Oppo A16K ফোনের সামনে ২.৪ডি (2.4D) গ্লাস প্রোটেকশনসহ ৬.৫২ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে দেখা যাবে। এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর। ফোনটি ৪ জিবি পর্যন্ত র‌্যাম ও ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। আবার মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে। ডুয়েল সিমের এই ফোনে আছে অ্যান্ড্রয়েড ভিত্তিক কালারওএস ১১.১ লাইট কাস্টম স্কিন।

ফটোগ্রাফির জন্য Oppo A16K ফোনে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা বর্তমান। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে আছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৪,২৩০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা সুপার নাইট-টাইম স্ট্যান্ডবাই, অপ্টিমাইজড নাইট চার্জিং এবং সুপারপাওয়ার সেভিং মোড সাপোর্ট করে৷

Oppo A16K ফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে 4G LTE, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস/ এ-জিপিএস, মাইক্রো-ইউএসবি এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক। এই ফোনের ওজন ১৭৫ গ্রাম।