Tech News

32MP ফ্রন্ট ক্যামেরা ও 512 জিবি স্টোরেজ নিয়ে আসছে Oppo-র নতুন ফোন, লঞ্চের আগেই দাম ফাঁস

ওপ্পো তাদের এ সিরিজের অধীনে ওপ্পো এ৩ ভাইটালিটি এডিশন ৫জি নামে একটি স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। বাজারে আসার আগে, ডিভাইসটিকে এখন চায়না টেলিকম ওয়েবসাইটে দেখা গেছে, যা এর প্রায় সমস্ত প্রধান স্পেসিফিকেশন প্রকাশ করেছে। আসুন সার্টিফিকেশনটি থেকে ওপ্পো এ৩ ভাইটালিটি এডিশন ৫জি সর্ম্পকে কি কি তথ্য উঠে এসেছে, দেখে নেওয়া যাক।

ওপ্পো এ৩ ভাইটালিটি এডিশন ৫জি ফোনটিকে দেখা গেল চায়না টেলিকমের সাইটে

পিকেডি১১০ মডেল নম্বর সহ ওপ্পো এ৩ ভাইটালিটি এডিশন ৫জি ফোনটি চায়না টেলিকমের প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। ফোনটির পিছনে একটি আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল, দুটি লেন্স এবং একটি রিং এলইডি লাইট রয়েছে৷ লিস্টিং অনুযায়ী, এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬,৩০০ প্রসেসর দ্বারা চালিত হবে এবং অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে রান করবে।

ওপ্পো এ৩ ভাইটালিটি এডিশন ৫জি ফোনে ১,৬০০ x ৭২০ পিক্সেল রেজোলিউশন সহ ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে থাকবে। এটি বিনোদন এবং ওয়েব স্ক্রলিংয়ের জন্য একটি ভালো স্ক্রিন সাইজ, যদিও ফুলএইচডি প্যানেলের মতো তীক্ষ্ণ ভিজ্যুয়াল এতে দেখা যাবে না। ফোনটির পরিমাপ হল ১৬৫.৭৯ x ৭৬.১৪ x ৭.৬৮ মিলিমিটার এবং এর ওজন ১৮৫.৭ গ্রাম।

ওপ্পো এ৩ ভাইটালিটি এডিশনের রিয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর উপস্থিত থাকবে। আর ফোনের সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, ডিভাইসটি বড় ৫,১০০ এমএএইচ ব্যাটারিতে চলবে এবং এটি জিপিএস, ব্লুটুথ এবং ওয়াই-ফাই এর মতো স্ট্যান্ডার্ড কানেক্টিভিটি অপশনগুলির সাথে আসবে।

উল্লেখযোগ্যভাবে, ডিজাইন ও স্পেসিফিকেশন দেখে ওপ্পো এ৩ ভাইটালিটি এডিশনটিকে গত মাসে লঞ্চ হওয়া ওপ্পো এ৩ প্রো ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের রাইব্র্যান্ডেড সংস্করণ বলে মনে করা হচ্ছে। কোম্পানি ভারতীয় বাজারের জন্য চীনা ওপ্পো এ৩ প্রো ফোনটিকে ওপ্পো এফ২৭ প্রো প্লাস হিসেবে রিব্র্যান্ড করেছে, তাই মনে করা হচ্ছে যে ভারতীয় এ৩ প্রো চীনের জন্য ভাইটালিটি এডিশন হিসাবে রিব্র্যান্ড করা হচ্ছে।

চায়না টেলিকমের লিস্টিংটি ওপ্পো এ৩ ভাইটালিটি এডিশনের মূল্য এবং লভ্যতার বিবরণের ওপরও আলোকপাত করেছে। এটি ১২ জিবির একটি একক র‍্যাম বিকল্পে আসবে এবং ২৫৬ জিবি ও ৫১২ জিবি – এই দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে উভয় ফোনেরই স্টোরেজ ক্ষমতা ২ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। দামের ক্ষেত্রে, চীনা বাজারে ফোনটির ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের মূল্য হবে ১,৯৯৯ ইউয়ান (প্রায় ২৪,২৬৫ টাকা) এবং ৫১২ জিবি স্টোরেজ মডেলটি ২,২৯৯ ইউয়ান (প্রায় ২৬,৪৬০ টাকা) মূল্যে পাওয়া যাবে। ওপ্পো এ৩ ভাইটালিটি এডিশন তিনটি আকষর্ণীয় কালার অপশনে পাওয়া যাবে – ব্ল্যাক সি অফ ফগ, গ্রিন ব্যাম্বু ফরেস্ট এবং পার্পল ক্রিসেন্ট মুন।

Ananya Sarkar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

25 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

32 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

40 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

51 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago