সস্তায় ৮ জিবি র‌্যাম ও কোয়াড ক্যামেরা, শীঘ্রই ভারতে আসছে Oppo A52

চীনা স্মার্টফোন কোম্পানি অপ্পো তাদের এ সিরিজের নতুন ফোন Oppo A52 শীঘ্রই ভারতে লঞ্চ করতে চলেছে। কোম্পানির তরফে জানানো হয়েছে যে এটি হবে প্রথম বাজেট ফোন যেখানে পঞ্চ হোল স্ক্রিন থাকবে। প্রসঙ্গত গত এপ্রিলে চীনে অপ্পো এ ৫২ লঞ্চ হয়েছিল। এই ফোনে কোম্পানি বেশ কিছু মিড রেঞ্জ ফিচার দিয়েছে।

Oppo A52 এর বিশেষ বিশেষ ফিচারের কথা বললে এতে পাবেন ফুল এইচডি প্লাস এলসিডি, স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রসেসর, ৮ জিবি র‌্যাম। প্রসেসরের সাথে এন্ড্রেনো ৬১০ জিপিইউ আছে। আগেই বলেছি ফোনটি চীনে লঞ্চ হয়েছে। যার দাম প্রায় ১৭,০০০ টাকা। ফোনটিতে ১২৮ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে।

Oppo A52 : স্পেসিফিকেশন

অপ্পো এ ৫২ ফোনে পাবেন ৬.৫ ইঞ্চি ডিসপ্লে, যার রেজুলেশন ২৪০০x১০৮০ পিক্সেল। এতে ফুল এইচডি প্লাস ডিসপ্লে প্যানেল ও পাঞ্চ হোল ডিজাইন দেওয়া হয়েছে। পারফরম্যান্সের জন্য এতে পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রসেসর, ৮ জিবি LPDDR4x র‌্যাম, ১২৮ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য এই ফোনের পিছনে চারটি ক্যামেরা উপলব্ধ। যার প্রধান ক্যামেরা ১২ মেগাপিক্সেল, এছাড়াও আছে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। অন্য দুটি ক্যামেরা হল ২ মেগাপিক্সেল ডেপ্থ ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। ফোনের সামনে এফ/২.০ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১০ বেসড কালারওএস ৭.১ অপারেটিং সিস্টেমে চলে। এতে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং যুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি আছে। চার্জিংয়ের জন্য এতে পাবেন ইউএসবি টাইপ সি পোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *