Oppo A53 সহ একাধিক ফোনে ঢুকছে Color OS 11 আপডেট, দেখুন আপনার ফোন পাচ্ছে কিনা

Published on:

Oppo গত বছরের সেপ্টেম্বরে Android 11-এর ওপর ভিত্তি করে Color OS 11 অফিসিয়ালি লঞ্চ করেছিল। তারপর থেকেই গ্লোবাল মার্কেট সহ ভারতে বিক্রিত Oppo-র বিভিন্ন স্মার্টফোনে Color OS 11 (কালার ওএস ১১) আপডেট রোলআউট হয়েছে। Oppo এবার ভারতে আরও কয়েকটি ডিভাইসে এই আপডেট পৌঁছে দেবে বলে ঘোষণা করেছে।

Oppo A53, Oppp A5 2020, এবং Oppo A9 2020 এখন Color OS 11-এর পাবলিক বিটা আপডেট পাচ্ছে। অন্যদিকে Oppo F17 স্মার্টফোনে এই আপডেট ২৫ মে অর্থাৎ আজ থেকে ঢুকবে।

এছাড়াও, Oppo Find X2, F17 Pro, Reno4 Pro, Reno3 Pro, Reno10x Zoom, Reno2 F, Reno2 Z, Reno2, A52, F11, F11 Pro, F11 Pro Marvels Avengers Limited Edition, A9, এবং F15 স্মার্টফোন Color OS 11-এর অফিসিয়াল ভার্সন পাওয়া আরম্ভ করেছে।

উল্লেখ্য, Oppo A5 2020, এবং Oppo A9 2020 আগামী ২৬ মে থেকে অফিসিয়াল আপডেট পাবে। তবে এই দু’টি স্মার্টফোনের ৩ জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট Color OS 11-এ আপগ্রেড সাপোর্ট করবে না।কারণ একটাই, পর্যাপ্ত র‌্যামের অনুপস্থিতি।

Oppo বলেছে, Find, Reno, F, A সিরিজের আরও অনেক মডেলকে Color OS 11 আপডটের অধীনে নিয়ে আসা হবে। ফলে ব্যবহারকারীরা Color OS- এর ইউজার ইন্টারফেস কাস্টমাইজেশন, থ্রি-ফিঙ্গার ট্রান্সলেট, ফ্লেক্সড্রপ, প্রাইভেট সিস্টেম সহ একাধিক বহু প্রতীক্ষিত ফিচার অ্যাক্সেস করতে পারবেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥