Oppo A53s 5G, A11k, A15, A15s ফোনের দাম বাড়ল, জানুন নতুন দাম

গত সপ্তাহে Redmi Note 10 স্মার্টফোনের দাম বাড়িয়েছিল Xiaomi। কিন্তু এবার ক্যালেন্ডার পাতা বদল হতে না হতেই, একই পথে হেঁটে নিজের চার-চারটি পুরনো হ্যান্ডসেটের দাম বাড়িয়ে বসল আরেক জনপ্রিয় চীনা স্মার্টফোন নির্মাতা Oppo। আজ অর্থাৎ ১লা জুলাই থেকে Oppo নিজের চারটি বাজেট তথা মিড-রেঞ্জের ফোনের দাম ৫০০ টাকা থেকে হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি করেছে। এক্ষেত্রে মূল্যবৃদ্ধির শিকার হয়েছে Oppo A11K (ওপ্পো এ ১১ কে), Oppo A15 (ওপ্পো এ ১৫), Oppo A15s (ওপ্পো এ ১৫ এস) এবং Oppo A53s 5G (ওপ্পো এ৫৩ এস ৫জি) ফোনগুলি। টিপস্টার অভিষেক যাদব, Twitter-এ এই মূল্যবৃদ্ধির কথা জানিয়েছেন। আসুন দেখে নিই, কোন ওপ্পো ফোনে কত দাম বেড়েছে।

Oppo A11K, A15, A15s এবং A53s 5G-এর নতুন দাম

৬.২২ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে এবং ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপযুক্ত ওপ্পো এ ১১ কে হ্যান্ডসেটটির আগে দাম ছিল ৮,৪৯০ টাকা। কিন্তু এখন সমস্ত অফলাইন এবং অনলাইন চ্যানেলগুলিতে এটি ৫০০ টাকা বেশি দামে অর্থাৎ ৮,৯৯০ টাকায় বিক্রি হবে।

অন্যদিকে, ওপ্পো এ ১৫ ফোনের দাম বাড়ায় এটির ২ জিবি + ৩২ জিবি ভ্যারিয়েন্টটি ৯,৪৯০ টাকায় এবং ৩ জিবি + ৩২ জিবি ভ্যারিয়েন্টটি ১০,৪৯০ টাকায় পাওয়া যাবে। আগে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরাযুক্ত এই দুটি ভ্যারিয়েন্টের দাম ছিল যথাক্রমে ৮,৪৯০ টাকা এবং ৯,৯৯০ টাকা।

আবার ১১,৪৯০ টাকায ওপ্পো এ ১৫ এস ফোনটি ৬.৫২ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, ১০ ওয়াট চার্জিং প্রযুক্তি, ৪,২৩০ এমএএইচ ব্যাটারি এবং ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ লঞ্চ হয়েছিল। কিন্তু নির্মাতা সংস্থার দাম বাড়ানোর সিদ্ধান্তে এখন এটির ৪ জিবি + ৬৪ জিবি ভ্যারিয়েন্টটির মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১২,৪৯০ টাকা।

একইভাবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০ চিপসেট, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬.৫২ ইঞ্চি এইচডি+ ডিসপ্লেযুক্ত ওপ্পো এ৫৩ এস মডেলটির ৮ জিবি সংস্করণের নতুন দাম ধার্য করা হয়েছে ১৭,৯৯০ টাকা। আগে গ্রাহকরা এটিকে ১৬,৯৯০ টাকায় কিনতে পারতেন।

এই প্রসঙ্গে বলে রাখি, এই অপ্পো ফোনগুলির সংশোধিত দাম এখনো লাইভে হয়নি, তবে শীঘ্রই সমস্ত অনলাইন পোর্টালে বিষয়টি প্রতিফলিত হতে পারে। যদিও গতানুগতিক রীতির বিপরীতে গিয়ে সংস্থাগুলি কেন পুরনো ফোনের দাম বাড়াচ্ছে, সে বিষয়টি নিয়ে প্রশ্নও থেকেই যাবে!

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন