সস্তা Micromax In 2b এর দাম বাড়লো, জেনে নিন এখন কত দামে কিনতে হবে

বিগত কয়েক মাসে আমরা চীনা স্মার্টফোন ব্র্যান্ডগুলিকে নিজেদের হ্যান্ডসেটের দাম বাড়াতে দেখেছি। কিন্তু এবার চলতি হিড়িকে কার্যত গা ভাসিয়ে চুপিচুপি নিজের সস্তা এন্ট্রি-লেভেল স্মার্টফোনের দাম বাড়িয়ে ফেলল ভারতীয় মোবাইল নির্মাতা Micromax (মাইক্রোম্যাক্স)। আসলে গত মাসে লঞ্চ হওয়া সংস্থার Micromax In 2b (মাইক্রোম্যাক্স ইন ২বি) ফোনটি ফের ফ্লিপকার্টের স্টকে ফিরে এসেছে। কিন্তু এখন ফোনটি কিনতে গেলে আপনাকে ৫০০ টাকা বেশি ব্যয় করতে হবে। যদিও Micromax In 2b এর দাম বাড়ানোর ব্যাপারে কিছুই জানায়নি সংস্থাটি। তবে অনুমান করা হচ্ছে, সাপ্লাই চেইনে সমস্যার কারণেই এই মূল্যবৃদ্ধি। যাইহোক, আসুন Micromax In 2b এর নতুন দাম জেনে নেওয়া যাক।

Micromax In 2b-এর নতুন দাম

মাইক্রোম্যাক্স ইন ২বি-এর ৪ জিবি র‌্যাম/৬৪ জিবি স্টোরেজ সংস্করণটি লঞ্চ হয়েছিল ৭,৯৯৯ টাকায়, কিন্তু মূল্যবৃদ্ধির জেরে এটি বর্তমানে ৮,৪৯৯ টাকায় পাওয়া যাবে। একইভাবে মাইক্রোম্যাক্স ইন ২বি-এর ৬ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজের দাম পড়বে ৯,৪৯৯ টাকা, যেখানে আগে এটি ৮,৯৯৯ টাকায় মিলত। ফোনটি কালো, সবুজ এবং নীল রঙে কেনা যাবে।

Micromax In 2b-এর স্পেসিফিকেশন

মাইক্রোম্যাক্স ইন ২বি ফোনটিতে নচ ডিজাইন সহ ৬.৫২ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন ৭২০×১৬০০ পিক্সেল। আবার এর ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বিদ্যমান। এই ফোনে ব্যবহার করা হয়েছে ১.৮ গিগাহার্টজ অক্টা কোর ইউনিসক টি৬১০ চিপসেট। ফোনটি ৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে, আবার মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে ২৫৬ জিবি পর্যন্ত। মাইক্রোম্যাক্স ইন ২বি ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম রয়েছে।

ফটোগ্রাফির জন্য, Micromax In 2b ফোনে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরাযুক্ত ডুয়াল ক্যামেরা সেটআপ মিলবে। অন্যদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য থাকবে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। রিয়ার ক্যামেরায় প্যানোরোমা, বার্স্ট মোড, ফেস বিউটি, নাইট মোড প্রভৃতি ফিচার সাপোর্ট করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন