Oppo A97 5G আসছে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‌্যামের সাথে, দাম দেখে নিন

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ওপ্পো বর্তমানে তাদের A-সিরিজের একটি নতুন হ্যান্ডসেট বাজারে লঞ্চ করার পরিকল্পনা করছে, এটি Oppo A97 5G নামে বাজারে আত্মপ্রকাশ করবে বলে শোনা…

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ওপ্পো বর্তমানে তাদের A-সিরিজের একটি নতুন হ্যান্ডসেট বাজারে লঞ্চ করার পরিকল্পনা করছে, এটি Oppo A97 5G নামে বাজারে আত্মপ্রকাশ করবে বলে শোনা যাচ্ছে। এমনকি চলতি সপ্তাহের শুরুতে চায়না টেলিকমের তালিকার মাধ্যমে এই আসন্ন ডিভাইসটির প্রথম ঝলকটিও আসে। আর এখন এক পরিচিত টিপস্টার Oppo A97 5G-এর কিছু নতুন রেন্ডার প্রকাশ্যে এনেছেন, যা একাধিক কোণ থেকে এই ফোনটিকে প্রদর্শন করেছে এবং পাশাপাশি এর কালার অপশনগুলি সম্পর্কেও ইঙ্গিত দিয়েছে। চলুন আপকামিং ওপ্পো হ্যান্ডসেটটির সম্পর্কে কি কি নতুন তথ্য সামনে এল, দেখে নেওয়া যাক।

অনলাইনে ফাঁস Oppo A97 5G-এর রেন্ডার

নির্ভরযোগ্য টিপস্টার ইভান ব্লাস (@evleaks) টুইটারে আসন্ন ওপ্পো এ৯৭ ৫জি-এর রেন্ডারগুলি শেয়ার করেছেন। রেন্ডারগুলি প্রকাশ করেছে যে, স্মার্টফোনটি ব্লু, ব্ল্যাক এবং পিঙ্ক- এই তিনটি কালার অপশনে বাজারে উপলব্ধ হবে। ডিভাইসটিতে একটি ফ্ল্যাট ব্যাক, সমতল প্রান্ত এবং বড় ক্যামেরা মডিউল থাকবে। এছাড়াও, এ৯৭ ৫জি-এর ডানদিকে পাওয়ার বাটন অবস্থান করবে, যার সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি এম্বেড করা থাকবে। আর বাঁদিকে ভলিউম রকারটি দেখা যাবে। আর ফোনের নিম্নাংশে ইউএসবি টাইপ-সি পোর্ট, স্পিকার গ্রিল এবং একটি হেডফোন জ্যাক উপস্থিত থাকবে।

ওপ্পো এ৯৭ ৫জি-এর সম্ভাব্য স্পেসিফিকেশন এবং ফিচার (Oppo A97 5G Expected Specifications and Features)

চায়না টেলিকম তালিকা অনুসারে, ওপ্পো এ৯৭ ৫জি ৬.৫৬ ইঞ্চির ডিসপ্লে সহ আসবে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন অফার করবে। ডিভাইসটির চিপসেট সম্পর্কে এখনও কোনও তথ্য সামনে আসেনি। তবে এটি ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ- এই দুটি ভ্যারিয়েন্টে বাজারে উপলব্ধ হবে বলে আশা করা হচ্ছে।

ফটোগ্রাফির জন্য, Oppo A97 5G-এর ব্যাক প্যানেলে অবস্থিত ডুয়েল-ক্যামেরা সেটআপের মধ্যে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা উপস্থিত থাকতে পারে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo A97 5G ৫,০০০ এমএএইচ ব্যাটারি দ্বারা চালিত হবে এবং সবশেষে, এর ১২ জিবি র‍্যাম মডেলের দাম ২,২৯৯ ইউয়ান (প্রায় ২৭,২৫০ টাকা) হতে পারে বলে আশা করা হচ্ছে।