ব্যবসা বাড়াচ্ছে Zomato, প্রায় ৪৪০০ কোটি টাকা দিয়ে কিনে নিল জনপ্রিয় ডেলিভারি সংস্থা Blinkit

এবার প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার এক চুক্তিতে কুইক-কমার্স প্ল্যাটফর্ম ব্লিঙ্কইট (Blinkit) কিনে নিতে তৎপর জনপ্রিয় খাদ্য সরবরাহকারী সংস্থা জোমাটো (Zomato)। সদ্য Zomato -র বোর্ড সদস্যেরা এব্যাপারে তাদের সম্মতি জানিয়েছেন। তাই জোমাটো কর্তৃক ব্লিঙ্কইট অধিগ্রহণ যে এখন নামমাত্র সময়ের অপেক্ষা তা আলাদা করে উল্লেখ না করলেও চলবে। প্রকাশিত খবরের মতে, ব্লিঙ্কইট অধিগ্রহণের জন্য জোমাটোর বোর্ড সদস্যেরা মোট ৪,৪৪৭ কোটি টাকা খরচের প্রস্তাব মেনে নিয়েছেন। উক্ত চুক্তি অনুযায়ী খাদ্য সরবরাহকারী জোমাটো শেয়ার প্রতি ৭০.৭৬ টাকা দরে Blink Commerce Pvt. Ltd. -এর ৩৩,০১৮ সংখ্যক ইক্যুইটি শেয়ার পকেটে পুরবে। সেক্ষেত্রে আগামী আগস্ট মাসের মধ্যেই এই চুক্তি সুসম্পন্ন হতে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, শুধুমাত্র ব্লিঙ্কইটের কমার্স ব্যবসাই নয়, একইসাথে ৬৭ কোটি টাকার বিনিময়ে জোমাটো তাদের ওয়্যারহাউজিং ব্যবসাও অধিগ্রহণ করবে। অবশ্য জোমাটোর তরফ থেকে এটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে যে আপাতত তারা Blinkit -এর বি২বি (B2B) ট্রেডিং ব্যবসা অধিগ্রহণের কথা ভাবছে না।

জোমাটো যে শীঘ্রই কুইক-কমার্স প্ল্যাটফর্ম ব্লিঙ্কইট অধিগ্রহণ করতে চলেছে তা খাবার সরবরাহকারী কোম্পানির সিইও দিপিন্দর গয়াল স্বীকার করে নিয়েছেন। তার বক্তব্য, গতবছরের আগস্ট মাসে প্রথমবারের জন্য ব্লিঙ্কইটে বিনিয়োগের পর এবার তারা সমগ্র সংস্থাটিই (Blinkit) কিনে নিতে চলেছেন।

গত কয়েক বছরে রেকর্ড ব্যবসার সম্মুখীন Zomato

আলোচ্য বিষয় অবতারণার পাশাপাশি গত কয়েক বছরে জোমাটো যে অভূতপূর্ব বৃদ্ধি এবং বাণিজ্যিক সাফল্যের সম্মুখীন হয়েছে – তার কথাও সংস্থার সিইও গয়াল উল্লেখ করতে ভোলেননি। তিনি জানিয়েছেন, গত চার বছর ধরে সিএজিআর (CAGR) ৮৬ শতাংশ হারে বৃদ্ধির ফলে জোমাটো রেকর্ড ৫,৫৪০ কোটি টাকার মুনাফা লাভ করেছে যা সংস্থার ব্যাপক অগ্রগতিকেই সুনিশ্চিত করে।

প্রসঙ্গত জানিয়ে রাখি, অধিগ্রহণের পরেও Blinkit ও Zomato -র অ্যাপ্লিকেশন পৃথক থাকবে বলে গয়াল জানিয়েছেন।