Oppo Reno, Oppo K, Oppo A সিরিজের ফোনে আসছে Android 12 ভিত্তিক ColorOS 12 আপডেট, দেখুন তালিকা

এবার নিজের হ্যান্ডসেটগুলির জন্য Android 12 (অ্যান্ড্রয়েড ১২) ভিত্তিক ColorOS 12 (কালারওএস ১২) আপডেটের রোলআউট প্ল্যান প্রকাশ করল চীনা স্মার্টফোন নির্মাতা Oppo (ওপ্পো)। ঘোষণা অনুযায়ী, সংস্থাটি আগামী মাসে অর্থাৎ জানুয়ারি থেকে নিজের দেশীয় বাজারের ফোনগুলির জন্য ColorOS 12 সফ্টওয়্যারের লেটেস্ট ভার্সন (বিটা ও স্টেবল) রোলআউট করতে শুরু করবে। এক্ষেত্রে ব্র্যান্ডের কোন কোন স্মার্টফোন আপডেট পাবে, সেই বিষয়ে Oppo একটি তালিকাও সামনে এনেছে। উল্লেখ্য, ইতিমধ্যে Oppo Find X3 সিরিজ, OnePlus 9 সিরিজ এবং Oppo Reno 6 সিরিজের মতো বেশ কিছু স্মার্টফোন ইতিমধ্যেই নতুন ওএসের স্টেবল আপডেট পেয়েছে। এদিকে OnePlus-এর সহ-প্রতিষ্ঠাতা পেট লাউ, সংস্থার পুরোনো হ্যান্ডসেটে ColorOS আপডেট সরবরাহ করার সমস্যা উল্লেখ করে একটি খোলা চিঠি লিখেছেন। আসুন এই বিষয়ে বিস্তারিত জেনে নিই…

আগামী বছরে Oppo-র এই ফোনগুলি ColorOS 12 আপডেট পাবে

ওপ্পোর চীনা ওয়েবসাইটে উপলব্ধ তথ্য থেকে জানা গেছে যে, জানুয়ারীর ১৭ তারিখ থেকে কালারওএস ১২-র পাবলিক বিটা রোলআউট হবে। এক্ষেত্রে প্রথম ব্যাচে আপডেট পাবে Oppo Reno 4 সিরিজ, OnePlus 8 সিরিজ এবং OnePlus 8T মডেল। এরপর আগামী ফেব্রুয়ারি মাস থেকে Oppo Reno 3, Oppo K9 Pro, Oppo K7 এবং Oppo A72-র জন্য পাবলিক বিটা উপলব্ধ হবে। এছাড়া মার্চ মাসে Oppo Reno 7 সিরিজ, Oppo A93s, Oppo A92s, Oppo A56 5G এবং Oppo A55-এর জন্য আপডেটটি রোলআউট হবে।

অন্যদিকে Oppo Reno 5 Pro+ 5G এবং Oppo Reno 5 5G সহ নির্বাচিত স্মার্টফোনগুলি ৬ই জানুয়ারি থেকে স্টেবল আপডেট পাবে। একইভাবে Oppo Reno 5 Pro-এর জন্য ১৭ই জানুয়ারী থেকে আপডেট রিলিজ হবে। পরে ২০শে জানুয়ারী থেকে Oppo A95 5G 20-এর ইউজাররা আপডেট পেতে শুরু করবেন।

প্রসঙ্গত, ওয়ানপ্লাসের সহ প্রতিষ্ঠাতা, পেট লাউ, ব্যবহারকারীদের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন, যাতে HydrogenOS (চীন) চালিত পুরনো হ্যান্ডসেটে ColorOS রোলআউট বিলম্ব হওয়ার কারণ বর্ণিত হয়েছে। সংস্থার কর্মকর্তার মতে, সংস্থাটি ইউজারদের নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা প্রদান করতে চায় বটে, তবে তারা ইউজারদের ডেটা লস সম্পর্কেও খেয়াল রাখতে চায়। এই কারণেই পুরানো ওয়ানপ্লাস ফোনে আপডেট আসতে খানিকটা দেরি হবে।