Oppo ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর, এই ফোনগুলিতে আসছে ColorOS 12 আপডেট

স্মার্টফোন সংস্থা ওপ্পো (Oppo) ভারতের জন্য তাদের ColorOS 12 কাস্টম স্কিনের টাইমলাইন শেয়ার করেছে। ColorOS 12 আপডেট টাইমলাইনটি বিটা এবং স্টেবল উভয় সংস্করণের জন্যই প্রযোজ্য হবে। ব্র্যান্ডটি চলতি বছর অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ColorOS 12 স্কিন সহ তাদের বেশিরভাগ ফোন লঞ্চ করছে। সেক্ষেত্রে পুরানো ফোনগঙলি এই আপডেট পাবে। এই আপডেট সাইকেলে ওপ্পোর Reno, F, এবং A- এই সিরিজগুলির বেশিরভাগ ডিভাইসই অন্তর্ভুক্ত থাকবে। প্রসঙ্গত, ColorOS 12 ইউজার ইন্টারফেসটি ওপ্পোর ডিভাইসে অনেক পরিবর্তন এনেছে, যেমন পার্সোনাল ইউআই কাস্টমাইজেশন, থ্রি ফিঙ্গার ট্রানসলেশন, ফ্লেক্সড্রপ (flexDrop), প্রাইভেট সিস্টেম এবং অন্যান্য উন্নত সিকিউরিটি ফিচার ফোনে জুড়ছে। আসুন দেখে নেওয়া যাক কবে থেকে ভারতের ওপ্পো ফোন ব্যবহারকারীরা তাদের ডিভাইসে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালার ওএস ১২ আপডেট পাবেন।

ভারতে ColorOS 12 Beta Version- এর আপডেটের টাইমলাইন

সংস্থার দ্বারা শেয়ার করা টাইমলাইন অনুযায়ী, কালারওএস ১২ বিটা আপডেট সাইকেল গত ৮ এপ্রিল থেকে শুরু হয়েছে। এটি Oppo F19 এবং Oppo F19s ফোনে প্রথমে এসেছে। এছাড়া Oppo F17 আগামী ১৪ এপ্রিল থেকে এবং Oppo A53 আগামী ১৯ এপ্রিল থেকে এই আপডেটটি পাবে। ওপ্পো রেনো৩ প্রো-এর জন্য কালারওএস ১২ বিটা আপডেট আগামী ২৬ এপ্রিল থেকে রোল আউট হবে। Oppo Reno 7 5G, Reno 10× zoom, এবং Oppo A76 ফোনের ব্যবহারকারীরা এই আপডেট পাবেন মে মাস থেকে।

ভারতে ColorOS 12 Stable Version- এর আপডেটের টাইমলাইন

ColorOS 12 Stable Version ইতিমধ্যেই কয়েকটি ডিভাইসে উপলব্ধ রয়েছে। এগুলির মধ্যে উল্লেখ্যযোগ্য হল Oppo Reno 6 Pro 5G, Reno 4 Pro, F19 Pro+, A74, Reno 5 Pro 5G, F19 Pro। Oppo A53s 5G মডেলটি থেকে এই সংস্করণের আপডেট পাওয়া শুরু হবে আগামী ২৫ এপ্রিল এবং Reno 7 Pro 5G মে থেকে আপডেটটি পাবে।

জানিয়ে রাখি, ColorOS 12 গত বছর সেপ্টেম্বর মাসে উন্মোচন করা হয়েছিল, তবে এটি ভারতে পুরানো ডিভাইসগুলিতে আসতে বেশ সময় নিয়েছে। Oppo-এর সাম্প্রতিক ইউজার ইন্টারফেসটি অনেক নতুন ফিচার যেমন রিফ্রেশড ইউআই, স্ক্রিন ট্রান্সলেশন, ক্রস-স্ক্রিন কানেকশন, প্রাইভেসি ফিচার, মেটেরিয়াল ইউ থিম, উন্নত ব্যাটারি অপ্টিমাইজেশান এবং আরও অনেক আকর্ষণীয় বৈশিষ্ট্য সহ এসেছে।