জোড়া ইয়ারফোন হাজির, লঞ্চ হল Oppo Enco Free 2i TWS ও Oppo Enco M32

Oppo সম্প্রতি নিজেদের দেশীয় বাজারে বহুল চর্চিত Oppo Reno 7 সিরিজ লঞ্চ করেছে। এরই সাথে সংস্থাটি একটি ট্রু ওয়্যারলেস (TWS) ইয়ারবাড ও‌ একটি নেকব্যান্ড ইয়ারফোনের উপর থেকে পর্দা সরিয়েছে, যাদের নাম যথাক্রমে Oppo Enco Free 2i এবং Oppo Enco M32। এই দুটি অডিও ডিভাইসেই পাওয়া যাবে বিভিন্ন প্রিমিয়াম ফিচার। যেমন, Oppo Enco Free 2i এসেছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন (ANC) ফিচার সহ। আবার Oppo Enco M32 ইয়ারফোনে পাওয়া যাবে ব্লুটুথ সাপোর্টের সঙ্গে ১০ এমএম ড্রাইভার। সাথে থাকছে ফাস্ট চার্জিং এর সুবিধা।

Oppo Enco Free 2i এবং Enco M32 ইয়ারফোনের দাম ও লভ্যতা

ওপ্পো এনকো ফ্রি ২আই এর দাম রাখা হয়েছে ৪৯৯ ইউয়ান ( প্রায় ৫৮২০ টাকা) এবং ওপ্পো এনকো এম ৩২ এর মূল্য ১৯৯ ইউয়ান ( প্রায় ২৩২০ টাকা)। আগামী ৩ ডিসেম্বর থেকে চীনে এই অডিও ডিভাইস দুটি কিনতে পাওয়া যাবে। আশা করা যায় শীঘ্রই এগুলি অন্যান্য মার্কেটেও লঞ্চ হবে।

Oppo Enco Free 2i ইয়ারবাডের ফিচার ও স্পেসিফিকেশন

ওপ্পো এনকো ফ্রি ২আই ট্রু ওয়্যারলেস ইয়ারফোন ৫.২ ব্লুটুথ কানেক্টিভিটি এবং ১০০ টাইটেনিয়াম প্লেটেড ড্রাইভারের সাথে এসেছে। এটি আইপি ৫৪ রেটিংপ্রাপ্ত হওয়ায় ধুলো এবং জল থেকে সুরক্ষিত থাকবে। এর তিনটি মাইক্রোফোন বাইরের অবাঞ্ছিত আওয়াজ কমাতে সাহায্য করবে। পাশাপাশি ২৫ কিলোমিটার/ঘন্টা গতিবেগের হাওয়ার নয়েজ এড়াতেও সক্ষম এটি। সংস্থার দাবি, একবার চার্জে ইয়ারবাডটি সাড়ে ৬ ঘন্টা পর্যন্ত ব্যাটারি সাপোর্ট দিতে পারবে।

Oppo Enco M32 ইয়ারফোনের ফিচার

ওপ্পো এনকো এম৩২ ব্লুটুথ নেকব্যান্ড ইয়ারফোনটি ১০ এমএম ড্রাইভারের সঙ্গে এসেছে, যা শক্তিশালী ডায়নামিক ব্যাস অফার করবে। এটি একই সঙ্গে দুটি ডিভাইসে যুক্ত করা যাবে। জল এবং ধুলো থেকে সুরক্ষা দিতে এতে রয়েছে আইপি ৫৫ রেটিং। সংস্থাটির দাবি, একবার চার্জে ইয়ারফোনটি ২৮ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। পাশাপাশি এতে রয়েছে কুইক চার্জার সাপোর্ট, যার ফলে মাত্র ১০ মিনিট চার্জেই এটি কুড়ি ঘন্টা পর্যন্ত চলতে পারবে।