১০ মিনিটের চার্জে চলবে ২০ ঘন্টা, Oppo Enco M32 আগামী ৫ জানুয়ারি ভারতে আসছে

অ্যামাজনের মাইক্রো সাইট থেকে আগেই জানা গিয়েছিল যে, Oppo Enco M31 ওয়্যারলেস নেকব্যান্ড ইয়ারফোনের উত্তরসূরি হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে Oppo Enco M32। এবার ওপ্পো তাঁদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে, আগামী ৫ জানুয়ারি নেকব্যান্ড ইয়ারফোনটি ভারতীয় বাজারে পা রাখছে। নতুন এই ইয়ারফোনে রয়েছে একাধিক চাহিদাসম্পন্ন ফিচার, যেমন ফাস্ট চার্জিং, দীর্ঘ ব্যাটারি লাইফ, ডুয়েল-ডিভাইস ফাস্ট সুইচিং ইত্যাদি। তবে সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হল, ইয়ারফোনটি মাত্র ১০ মিনিটের চার্জে ২০ ঘন্টা চলবে। এছাড়া এটি আইপি৫৫ রেটিংপ্রাপ্ত, ফলে জল ও ধুলোময়লা থেকে ক্ষতি হবার সম্ভাবনা নেই। আসুন Oppo Enco M32-এর সম্ভাব্য দাম, প্রাপ্যতা, ফিচার ও স্পেসিফিকেশন।

Oppo Enco M32-এর দাম ও প্রাপ্যতা

ওপ্পো এনকো এম৩২ ইয়ারফোনটি ই-কমার্স সাইট অ্যামাজন থেকে পাওয়া যাবে। তবে ইয়ারফোনটির দাম সম্পর্কে এখনও কোম্পানির তরফে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, এর পূর্বসূরী Oppo Enco M31-এর মূল্য রাখা হয়েছে ১,৯৯৯ টাকা। আশা করা যায়, Enco M32-এর দামও একই হবে। ইয়ারফোনটি কেবলমাত্র কালো রঙে পাওয়া যাবে বলে কোম্পানি জানিয়েছে।

Oppo Enco M32-এর স্পেসিফিকেশন

ওপ্পো এনকো এম৩২ ইয়ারফোনটি ১০ মিলিমিটারের টাইটেনিয়াম নির্মিত ডায়াফ্রাম ডাইনামিক ড্রাইভারের সাথে এসেছে। এটিতে একটি স্বাধীন বেস চেম্বার রয়েছে, যার ফলে গম্ভীর ও আকর্ষণীয় ব্যাস সাউন্ড পাওয়া যাবে। সংস্থার দাবি, ড্রাইভারগুলি বিস্তৃত ফ্রিকোয়েন্সি রেঞ্জ এবং দীর্ঘ সাউন্ড ফিল্ড তৈরীতে সাহায্য করে।

উল্লেখ্য, নেকব্যান্ডটিতে তিনটি বোতাম রয়েছে – ভলিউম আপ, ভলিউম ডাউন এবং একটি মাল্টিফাংশন বোতাম, যেটির মাধ্যমে ফোন তোলার পাশাপাশি ভয়েস অ্যাসিস্ট্যান্টকেও নিয়ন্ত্রণ করা সম্ভব। কানেক্টিভিটির জন্য এতে রয়েছে ব্লুটুথ ভার্সন ৫.০। এছাড়া এটি উন্নত মানের সাউন্ড কোডিং (AAC) সাপোর্ট সহ এসেছে।

Oppo Enco M32 ইয়ারফোনটি আইপি৫৫ (IP55) রেটিংপ্রাপ্ত, ফলে জল ও ধুলোময়লা প্রতিরোধ করতে পারবে। এছাড়া রয়েছে ফ্ল্যাশ চার্জিংয়ের সুবিধা, যার ফলে মাত্র ১০ মিনিটের চার্জে ২০ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম পাওয়া যাবে বলে ওপ্পো দাবি করেছে। এছাড়াও, ইউএসবি টাইপ-সি কেবল দিয়ে ইয়ারফোনটি ৩৫ মিনিটে সম্পূর্ণ চার্জ করা সম্ভব। একবার চার্জে এটি চলবে সর্বোচ্চ ২৮ ঘন্টা।