১৮ জানুয়ারি Reno 5 Pro 5G এর সাথে ভারতে লঞ্চ হবে Oppo Enco X

আগামী ১৮ই জানুয়ারি ভারতে লঞ্চ হচ্ছে অপ্পোর ফ্ল্যাগশিপ ফোন Reno 5 Pro 5G। অপ্পো ওইদিন একটি ট্রুলি ওয়্যারলেস ইয়ারফোনও ভারতে লঞ্চ করবে বলে আজ ঘোষণা করেছে। Enco X নামের অপ্পোর এই শক্তিশালী TWS ইয়ারফোন অনেকটা Airpods Pro-র মতো দেখতে। এটি ব্ল্যাক ও হোয়াইট কালার অপশনে আসবে। গত অক্টোবরে একে ৯৯৯ ইউয়ানে (প্রায় ১১,০০০ টাকা) চীনে লঞ্চে করা হয়েছিল। এখানেও প্রোডাক্টটির জন্য সমপরিমান দাম ধার্য্য করা হবে বলে মনে করা হচ্ছে।

এনকো এক্স ডেভলপ করার জন্য Oppo হাত মিলিয়েছে প্রখ্যাত ড্যানিশ HiFi অডিও ব্রান্ড, Dynaudio-র সাথে। Oppo Enco X-এ রয়েছে ডুয়াল ড্রাইভার সেটআপ – ১১ মিমি কোক্সিয়াল ড্রাইভার এবং ৬ মিমি ব্যালেন্সড মেমব্রেন। একসাথে, তারা যে কোণও ধরনের ফ্রিকোয়েন্সির মসৃণ সরবরাহ সুনিশ্চিত করবে। এতে অপ্পোর নতুন DBBE 3.0 সাউন্ড সিস্টেম টেকনোলজি এবং LHDC (Low Latency and High Definition audio) ওয়্যারলেস ট্র্যান্সমিশন ফিচার রয়েছে, যা একে যে কোনও দৃশ্যে স্বতন্ত্র এবং বিশদ স্তরের শব্দের আউটপুট দিতে সক্ষম করেছে।

এনকো এক্সে ANC বা অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার রয়েছে৷ যা এতে থাকা ডুয়াল মাইক্রোফোন ডিজাইনের মাধ্যমে সম্ভব হয়েছে। এটি একাধিক মোডের মাধ্যমে নয়েজ ক্যানসেলেশন সরবরাহ করে, যা ব্যবহারকারী কাস্টোমাইজ করতে পারবেন। অন্য কথায়, ইউজার চাহিদা অনুযায়ী, চারটি মোডের মাধ্যমে নয়েজ ক্যানসেলেশনের শক্তি নিয়ন্ত্ৰণ করতে পারবেন। এগুলি হল- ম্যাক্স নয়েজ ক্যানসেলেশন, নয়েজ ক্যানসেলেশন, ট্রান্সপ্যারেসি মোড, এবং নয়েজ ক্যানসেলেশন অফ।

কানেক্টিভিটির জন্য Oppo Enco X ইয়ারফোনে ব্লুটুথ ৫.১ রয়েছে৷ অ্যান্ড্রয়েড ও iOS উভয় ডিভাইসের সাথে এটি কানেক্ট করা যাবে। এনকো এক্সে IP54 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্ট রেটিং আছে। ভলিউম কন্ট্রোল, নয়েজ ক্যানসেলেশন, মিউজিক প্লেব্যাক, এবং কলের জন্য এতে টাচ কন্ট্রোল পাওয়া যাবে। প্রতিটি ইয়াবাড পৃথকভাবেও ব্যবহার করা যাবে।

ANC অফ থাকলে Oppo Enco X সিঙ্গেল চার্জে ২৫ ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যাবে। ANC অন থাকলে এটি ৫.৫ ঘন্টা অব্দি ও ম্যাক্স নয়েজ ক্যানসেলেশন মোডে এটি ২০ ঘন্টা মতন ব্যবহার করা যাবে। Oppo এতে Qi ওয়্যারলেস চার্জিং সাপোর্টও দিয়েছে। ভলিউম কন্ট্রোল, নয়েজ ক্যানসেলেশন, মিউজিক প্লেব্যাক, এবং কলের জন্য এতে টাচ কন্ট্রোল পাওয়া যাবে।

Shuvro

ডিজিটাল সাংবাদিকতায় চার বছরের অভিজ্ঞতা শুভ্রর। প্রযুক্তি, বিশেষ করে স্মার্টফোন এবং অটোমোবাইল পছন্দের বিষয়। নির্ভুল ও তথ্যসমৃদ্ধ লেখা পাঠকদের সামনে উপস্থাপন করতে ভালবাসেন শুভ্র। বর্তমানে টেকগাপে অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসাবে কর্মরত তিনি।

Share
Published by
Shuvro

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

9 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

9 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

10 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

12 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

13 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

13 hours ago