Oppo Enco X2 ইয়ারফোন ডলবি অডিও সাপোর্ট সহ লঞ্চ হল, দাম ও ফিচার দেখে নিন

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার একটি ভার্চুয়াল লঞ্চ ইভেন্টের মাধ্যমে আত্মপ্রকাশ হল Oppo Enco X2 ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাডের। এটি আগের Oppo Enco X ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোনের উত্তরসূরী। এই নতুন ইয়ারফোনে দেওয়া হয়েছে সুপার ডিবিইই কক্সিয়াল ডুয়াল ড্রাইভার সিস্টেম এবং এটি হাই রেজোলিউশন অডিও স্ট্রিমিংয়ের জন্য এলএইচডিসি ৪.০ কোডেক সাপোর্ট করবে। ওইদিন একইসাথে সংস্থাটি লঞ্চ করেছে তাদের ফ্ল্যাগশিপ Oppo Find X 5 এবং Oppo Find X 5 Pro স্মার্টফোন। চলুন দেখে নেওয়া যাক Oppo Enco X2 ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাডের দাম, ও সম্পূর্ণ ফিচার।

Oppo Enco X2 ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাডের দাম ও লভ্যতা

ইউরোপীয় বাজারে ওপ্পো এনকো এক্স২ ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ১৯৯ ইউরো (প্রায় ১৬,৮০০ টাকা)। সংস্থার তরফে জানানো হয়েছে আগামী এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে এর বিক্রি শুরু হবে। তবে ভারতে ইয়ারফোনটির দাম কত হবে তা এখনো পর্যন্ত জানা যায়নি।

Oppo Enco X2 ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাডের স্পেসিফিকেশন

নতুন ওপ্পো এনকো এক্স২ ইয়ারফোনে ব্যবহৃত হয়েছে ডাইনাডিও টিউনিং। সাথে রয়েছে সুপার ডিবিইই সিস্টেম কক্সিয়াল ডুয়াল ড্রাইভার। শুধু তাই নয়, ইয়ারফোনটিতে থাকবে কোয়াড ম্যাগনেট প্ল্যানার টুইটার এবং আল্ট্রা লাইট ডায়াফ্রামের সাথে ১১ এমএম ডাইনামিক ড্রাইভার। এমনকি এতে ওয়াইড ব্যান্ড একটিভ নয়েজ ক্যানসেল ফিচার উপলব্ধ , যা ৫৫ ডেসিবেল পর্যন্ত বাইরের অবাঞ্ছিত আওয়াজ এড়াতে সক্ষম।

ওপ্পো এনকো এক্স২ ইয়ারফোনটির ডিজাইন প্রসঙ্গে বলতে গেলে এটি কোবলস্টোন ডিজাইনের সাথে এসেছে। তাছাড়া এতে হাই রেজোলিউশন অডিওর সাথে থাকছে ব্লুটুথ ভি৫.২। এমনকি হাই কোয়ালিটি ওয়্যারলেস অডিও স্ট্রিমিং সাপোর্ট করার জন্য এতে রয়েছে এলএইচডিসি ৪.০ কোডেক সাপোর্ট।

সংস্থাটি দাবি করেছে, ব্লগার এবং কনটেন্ট ক্রিয়েটারদের জন্য Oppo Enco X2 ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাডে বাইনারাল অডিও সিস্টেমের সাথে ডলবি অডিও উপলব্ধ।