Oppo-র এই তিনটি স্মার্টফোনে এল Android 12 নির্ভর ColorOS 12 সফটওয়্যারের স্টেবেল আপডেট

Oppo তাদের Android 12 নির্ভর ColorOS 12 মোবাইল সফটওয়্যারের স্টেবেল বিটা বিল্ড এবার আরও কিছু স্মার্টফোনে রোলআউট করতে শুরু করেছে। লেটেস্ট সিস্টেম আপডেটটি যে সব স্মার্টফোন পেতে শুরু করেছে, সেগুলি হল – Oppo F19 Pro+ 5G, Oppo Reno 6Z 5G, এবং Oppo A73 5G।

ওপ্পো কমিউনিটি’র অফিসিয়াল পোস্ট অনুযায়ী, Android 12 স্টেবেল আপডেট ফোনগুলিতে নিম্নলিখিত রিজিওনে বর্তমানে উপলব্ধ। উল্লেখ্য, প্রতিটি ফোনেই গত মাসে Android 12 নির্ভর ColorOS 12 বিটা ভার্সন রিলিজ হয়েছিল।

OPPO F19 Pro+ 5G

ফার্মওয়্যার প্রয়োজন: A.09, A.10

ফার্মওয়্যার ভার্সন C.14

রিজিওন: ভারত

OPPO Reno6 Z 5G

ফার্মওয়্যার প্রয়োজন: A.14

ফার্মওয়্যার ভার্সন : C.14

রিজিওন: কম্বোডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরশাহী

OPPO A73 5G

ফার্মওয়্যার প্রয়োজন: C.06

ফার্মওয়্যার ভার্সন: F.14

রিজিওন: সৌদি আরব

উপরিউক্ত হ্যান্ডসেটের ব্যবহারকারীরা সেটিংস> সফটওয়্যার আপডেটে গিয়ে চেক করে নিতে পারেন, Android 12 নির্ভর ColorOS 12 স্টেবেল আপডেট ডাউনলোডের জন্য উপলব্ধ কিনা। আপেডটটি ব্যাচ ধরে রিলিজ করা হচ্ছে। এতএব, প্রত্যেক ইউজারের কাছে পৌঁছতে একটু সময় লাগবে।