Oppo F19s: সারপ্রাইজ দিতে আসছে Oppo F19 স্মার্টফোনের এই স্পেশাল এডিশন মডেল

গত মার্চে ভারতে আত্মপ্রকাশ ঘটেছিল Oppo F19 সিরিজের। প্রাথমিকভাবে, এই সিরিজের দুটি মডেলকে ভারতে আনা হয় – Oppo F19 Pro ও Oppo F19 Pro Plus। এর ঠিক পরের মাস অর্থাৎ এপ্রিলে, বেস ভ্যারিয়েন্ট Oppo F19 এদেশের বাজারে পা রাখে। মাস চারেক অতিক্রান্ত হওয়ার পর, আবার এখন শোনা যাচ্ছে যে, Oppo F19s নামে একটি নতুন হ্যান্ডসেটকে Oppo F19 সিরিজে যুক্ত করা হতে পারে।

Oppo F19s স্পেশাল এডিশন স্মার্টফোন হিসেবে আসছে

৯১মোবাইলস দাবি করেছে, ওপ্পো এফ১৯ এস নামে আরও একটি স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে ওপ্পো। বাজারে উপলব্ধ এফ১৯-এর স্পেশাল এডিশন স্মার্টফোন হিসেবে ওপ্পো এফ১৯ এস-এর আগমন ঘটবে।

Oppo F19s কীভাবে স্পেশাল?

উল্লেখ্য, গত বছর দিওয়ালিতে স্পেশাল কালার ভ্যারিয়েন্টে Oppp F17 Pro Diwali Edition ভারতের বাজারে লঞ্চ হয়েছিল। নতুন রঙ ছাড়া, স্পেসিফিকেশন ও ফিচারের ক্ষেত্রে Oppp F17 Pro-এর সাথে এই দিওয়ালি এডিশনের কোনও পার্থক্য ছিল না। একইভাবে Oppo F19-এর সমস্ত বৈশিষ্ট্য বজায় রেখে শুধুমাত্র ভিন্ন কালার স্কিমে আসতে পারে Oppo F19s। যদিও এটি অনুমানের ভিত্তিতে বলছি আমরা।

Oppo F19s এর দাম (প্রত্যাশিত)

ওপ্পো এফ১৯ যেহেতু ১৯,০০০ হাজার টাকার আশেপাশে বিক্রি হয়। তাই ওপ্পো এফ১৯ এস, ওপ্পো এফ১৯-এর মতো একই প্রাইস রেঞ্জে আসবে মনে বলে করা হচ্ছে।

Oppo F19s এর স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

Oppo F19 এর মতো Oppo F19s ফোনটি ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর, ৪৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন