শুরু হল Oppo F21 Pro ফোনের সেল, পাবেন ১৬,৯০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফার

গত ১২ই এপ্রিল ভারতের বাজারে আত্মপ্রকাশ করেছিল Oppo F21 Pro সিরিজ। এই নয়া সিরিজের অধীনে মোট দুটি স্মার্টফোন এসেছে – Oppo F21 Pro ও Oppo F21 Pro 5G। যার মধ্যে 4G কানেক্টিভিটির স্মার্টফোনটি আজ অর্থাৎ ১৫ই এপ্রিল বাঙালির নববর্ষের দিনে প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হল। আলোচ্য ফোনটি লেদার বেস ডিজাইনের সাথে এসেছে। আর ফিচার হিসাবে এতে, ৯০ হার্টজ রিফ্রেশ রেটের FHD+ ডিসপ্লে প্যানেল, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট, ৬৪ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৩৩ ওয়াট সুপারভুক চার্জিং টেকনোলজি বিদ্যমান। লঞ্চ অফার হিসেবে, Oppo F21 Pro কেনার ক্ষেত্রে সীমিত সময়ের জন্য নানাবিধ ব্যাঙ্ক অফার, ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট পলিসি এবং এক্সচেঞ্জ বোনাসের সুবিধা পাওয়া যাবে বলে Oppo ঘোষণা করেছে। ফলে, যাবতীয় অফার ও ডিসকাউন্টের লাভ ওঠাতে পারলে আপনারা এই নয়া মডেলকে ১১,০০০ টাকারও কমে পকেটস্থ করে নিতে পারবেন।

Oppo F21 Pro স্মার্টফোনের দাম ও সেল অফার

ওপ্পো এফ২১ প্রো ফোনের ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত একক ভ্যারিয়েন্টের দাম ২২,৯৯৯ টাকা রাখা হয়েছে। ফোনটি কসমিক ব্ল্যাক ও সানসেট অরেঞ্জ কালারের মধ্যে বেছে নেওয়া যাবে। লভ্যতার কথা বললে, ই-কমার্স সাইট Amazon India, সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট সহ অন্যান্য অনলাইন ও রিটেল পার্টনারদের মাধ্যমে এই ফোনটিকে কেনা যাবে।

অফারের কথা বললে, ওপ্পো এফ২১ প্রো স্মার্টফোনকে যদি HDFC ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে কেনা হয়, তবে ১০% বা প্রায় ২,৫০০ টাকা ক্যাশব্যাক অফার করা হবে। আর, প্রিপেইড ট্রানজ্যাকশনের ক্ষেত্রে ২,৩০০ টাকার ডিসকাউন্ট দেওয়া হবে। যেসকল গ্রাহক কিস্তিতে পেমেন্ট করতে চান, তারা নির্বাচিত কয়েকটি ব্যাঙ্ক কার্ডের ক্ষেত্রে ৬ মাস পর্যন্ত বৈধতা সম্পন্ন নো-কস্ট ইএমআই অপশন উপলব্ধ পেয়ে যাবেন। অন্যদিকে, লয়াল ওপ্পো ইউজারদের ১৮০ দিনের জন্য ‘ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট’ পলিসির সুবিধা প্রদান করা হবে বলেও সংস্থাটি ঘোষণা করেছে। এছাড়া, পুরোনো মোবাইলের পরিবর্তে এই নয়া স্মার্টফোন কিনলে ১২,১০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হবে। এই পুরো এক্সচেঞ্জ ভ্যালু এবং যাবতীয় অফারের লাভ ওঠাতে পারলে, ওপ্পো এফ২১ প্রো স্মার্টফোনকে সর্বনিম্ন ১০,৮৯৯ টাকায় বাড়ি নিয়ে আসা যাবে। তবে, আগেই বলে দিই, এই অফারটি শুধুমাত্র ২১শে এপ্রিল পর্যন্তই বৈধ থাকবে।

Oppo F21 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন

ওপ্পো এফ২১ প্রো ফোনের সামনে দেখা যাবে একটি ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে, যা ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট ও ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফাস্ট পারফরম্যান্সের জন্য এফ-সিরিজের এই হ্যান্ডসেটে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালারওএস ১২.১ কাস্টম স্কিনে চলবে। আর স্টোরেজ হিসাবে, ৮ জিবি LPDDR4x র‌্যাম ও ১২৮ জিবি UFS 2.2 মেমরি পাওয়া যাবে।

ওপ্পো এফ২১ প্রো ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল, এফ/১.৭ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/৩.৩ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল মনোক্রোম ক্যামেরা সেন্সর। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে এফ/২.৪ অ্যাপারচার সহ ৩২ মেগাপিক্সেল Sony IMX709 ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এই ফোনের ব্যাক প্যানেলে অরবিট লাইট (Orbit Light) উপলব্ধ, যেটি নোটিফিকেশন ইন্ডিকেটর হিসেবেও কাজ করবে।

তদুপরি, সিকিউরিটি ফিচার হিসাবে এতে পাওয়া যাবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অন্যদিকে, কানেক্টিভিটির জন্য এই হ্যান্ডসেটে সামিল রয়েছে, 4G LTE, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.১, ডুয়েল সিম স্লট, ইউএসবি টাইপ-সি পোর্ট ও ৩.৫মিমি হেডফোন জ্যাক। পাওয়ার ব্যাকআপের জন্য Oppo F21 Pro ফোনে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট সুপারভুক চার্জিং টেকনোলোজি সাপোর্ট করে। ফোনটির ওজন ১৭৫ গ্রাম।

Subheccha Das Poddar

Recent Posts

Electric Bike: এক চার্জে চলবে 250 কিমি, লঞ্চ হল দেশীয় প্রযুক্তির ইলেকট্রিক স্পোর্টস বাইক Prana 2.0

2021 সালে তামিলনাড়ুর সংস্থা Srivaru Motors তাদের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করে সাড়া ফেলে দিয়েছিল।…

27 mins ago

Vivo Y300 Pro: এই প্রথম ভিভোর ফোনে 6500mah ব্যাটারি, সঙ্গে স্পেশাল ফিচার্স

Vivo Y300 Pro ফোনটি খুব তাড়াতাড়ি বাজারে পা রাখতে চলেছে। ইতিমধ্যেই ফোনটির বিষয়ে নানা তথ্য…

36 mins ago

Shikhar Dhawan Retirement: সমাপ্তি ঘটলো এক সোনালী অধ্যায়ের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা শিখর ধাওয়ানের

Shikhar Dhawan Retirement: সমাপ্তি ঘটলো এক সোনালী অধ্যায়ের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা শিখর ধাওয়ানের

52 mins ago

Samsung এর এই ডিভাইস কেনার আগে দুবার ভাবুন, ব্যাটারি নষ্ট হলেও সরাই হবে না

Samsung একের পর এক নতুন নতুন প্রোডাক্ট বাজারে আনছে। সম্প্রতি সংস্থাটি Samsung Galaxy Ring নামে…

57 mins ago

Best smartphone under 20000: 20 হাজার টাকার মধ্যে ভালো ফোন 2024 লিস্ট

গত কয়েক বছরে স্মার্টফোনে অভূতপূর্ব বদল এসেছে। কারণ, স্মার্টফোনে একসময় সাধারণ এলসিডি স্ক্রিন, বেসিক ক্যামেরা…

2 hours ago

লঞ্চের দোরগোড়ায় পৌঁছে গেল Samsung Galaxy G Fold 6 Slim

Samsung Galaxy Z Fold 6 Slim ফোনটিকে বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে স্যামসাং। তবে তার আগেই…

3 hours ago