Oppo F21 Pro সিরিজ নজরকাড়া ডিজাইন সহ ভারতে আসছে 12 এপ্রিল

Oppo F21 Pro স্মার্টফোন সিরিজেকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিলো টেকপাড়ায়। আর এখন Oppo স্বয়ং, ভারতে এই সিরিজের আনুষ্ঠানিক লঞ্চে তারিখ ঘোষণা করলো। আগামী মাসে অর্থাৎ এপ্রিলের ১২ তারিখ ফোনটি ভারতে আসছে। মনে করা হচ্ছে, আপকামিং এই সিরিজের অধীনে, Oppo F21 Pro এর পাশাপাশি Oppo F21 Pro+ মডেলও আত্মপ্রকাশ করতে পারে। আবার সম্প্রতি প্রকাশ্যে আসা একটি টিজার থেকে জানা গেছে, উক্ত সিরিজটি একটি অনন্য ফাইবারগ্লাস-লেদার ডিজাইনের সাথে আসবে। প্রসঙ্গত, Oppo F19 Pro সিরিজের সাক্সেসর ভার্সন রূপে Oppo F21 Pro সিরিজ লঞ্চ হবে।

Oppo F21 Pro series ভারতে লঞ্চ হচ্ছে

ওপ্পো ইন্ডিয়া সম্প্রতি তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে, ওপ্পো এফ২১ প্রো সিরিজের লঞ্চ তারিখ শেয়ার করেছে। সংস্থার টুইটার অনুসারে, আগামী ১২ই এপ্রিল ঠিক বিকেল ৫টা থেকে লঞ্চ ইভেন্টটি শুরু হবে

একই সাথে, ওপ্পো তাদের এই আসন্ন সিরিজের জন্য ইতিমধ্যেই একটি ডেডিকেটেড মাইক্রোসাইট তৈরী করে ফেলেছে। যেখানে সিরিজ অধীনস্ত একটি মডেলকে ফাইবারগ্লাস-লেদার ডিজাইনের ব্যাক প্যানেল ও ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিটের সাথে দেখা গেছে। মনে করা হচ্ছে, ক্যামেরা সেটআপের প্রাইমারি সেন্সরটি ৬৪ মেগাপিক্সেলের হবে। যদিও, উল্লিখিত ক্যামেরা সেটআপ Oppo F21 Pro সিরিজের প্রত্যেকটি মডেলেই দেখা যাবে, নাকি শুধুমাত্র একটি নির্দিষ্ট মডেল থাকবে, তা এখনো স্পষ্ট নয়।

তদুপরি, ওপ্পো একটি প্রেস রিলিজের মাধ্যমে আসন্ন এফ২১ প্রো সিরিজের ডিজাইন সম্পর্কিত আরো বেশ কয়েকটি তথ্য সামনে এনেছে। যেমন, ফোনের ফাইবারগ্লাস-লেদার ব্যাক প্যানেলটি ‘ফ্রেমলেস’ ব্যাটারি কভার হিসাবে কাজ করবে। এছাড়া, লিচি-গ্রেইন লেদার দিয়ে তৈরি এই রিয়ার প্যানেলের ডিজাইন মূলত দুই বছরের গবেষণার ফলাফল, যা জলরোধী এবং ‘হেভি’ ওয়্যার-রেজিস্ট্যান্স বলে দাবি করেছে ওপ্পো।

সিরিজ অন্তর্গত, Oppo F21 Pro 5G ফোনকে রেইনবো স্পেকট্রাম এবং কসমিক ব্ল্যাক নামে দুটি কালার ভ্যারিয়েন্টে নিয়ে আসা হবে বলেও জানা গেছে। যার মধ্যে, কসমিক ব্ল্যাক কালার বিকল্পটি ম্যাট-ইন-হ্যান্ড স্ট্রাকচার সহ গ্লজি ডিজাইন অফার করবে। পাশাপাশি, সংস্থার গ্লো টেকনোলজি ব্যবহার করা হবে এতে। সর্বোপরি, এটি ফিঙ্গারপ্রিন্ট এবং স্টেইন-প্রতিরোধে সক্ষম হবে। অন্যদিকে, “রেইনবো স্পেকট্রাম কালার ভ্যারিয়েন্টটি তিন-স্তরীয় টেক্সচার এবং একটি দুই-স্তরীয় আবরণী প্রক্রিয়া ব্যবহার করে নির্মিত, যা রামধনুর মতো লুক প্রদান করবে।”, বলে দাবি করেছে ডংগুয়ান ভিত্তিক টেক সংস্থাটি।

হালফিলে একটি রিপোর্টে বলা হয়েছে যে, এফ২১ সিরিজের প্রথম হ্যান্ডসেট হিসাবে ওপ্পো এফ২১ প্রো+ আত্মপ্রকাশ করবে। আর, টপ-এন্ড মডেলের পাশাপাশি সিরিজের স্ট্যান্ডার্ড মডেল ওপ্পো এফ২১ এবং ওপ্পো এফ২১ প্রো -কেও সম্ভবত লঞ্চ করা হবে।