লঞ্চের আগে Samsung Galaxy A55 5G ফোনের সমস্ত বৈশিষ্ট্য ফাঁস, OIS সাপোর্ট ক্যামেরা সহ থাকবে এই খাস প্রসেসর

Samsung Galaxy A55 5G এর ৬ জিবি ও ৮ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের মূল্য রাখা হবে যথাক্রমে ৪৪৯ ইউরো (প্রায় ৪০,০০০ টাকা) ও ৪৯৯ ইউরো (৪৪,৮০০ টাকা)।

Samsung Galaxy A55 5G ও Galaxy A35 শীঘ্রই বিভিন্ন দেশে লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যেই এদেরকে বেশ কয়েকটি সার্টিফিকেশন সাইটে দেখা গেছে, যেখান থেকে ডিভাইসগুলির বিশেষ বিশেষ ফিচার সামনে এসেছে। আজ আবার winfuture.de এর তরফে Samsung Galaxy A55 5G এর স্পেসিফিকেশন প্রকাশ্যে আনা হয়েছে।

Samsung Galaxy A55 5G এর সম্পূর্ণ স্পেসিফিকেশন ফাঁস হল

রিপোর্টে বলা হয়েছে, স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ডিভাইসে ৬.৬ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আর এতে পারফরম্যান্সের জন্য এক্সিনস ১৪৮০ প্রসেসর উপস্থিত থাকবে। ডিভাইসটি ৬ জিবি/ ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। আবার মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ আরও বাড়ানো যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি মডেলে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আর ফটোগ্রাফির জন্য পিছনে ওআইএস সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর উপস্থিত থাকবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

Samsung Galaxy A55 5G মডেলে সিকিউরিটির জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৬.১ কাস্টম স্কিনে চলবে। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল থাকবে ওয়াই-ফাই ৬এএক্স, ব্লুটুথ ৫.৩, এনএফসি। আবার এই ফোন আইপি৬৭ রেটিং সহ আসবে।

Samsung Galaxy A55 5G এর দাম ও উপলব্ধতা

ইউরোপে Samsung Galaxy A55 5G এর ৬ জিবি ও ৮ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের মূল্য রাখা হবে যথাক্রমে ৪৪৯ ইউরো (প্রায় ৪০,০০০ টাকা) ও ৪৯৯ ইউরো (৪৪,৮০০ টাকা)। এটি নেভি, আইস ব্লু, হোয়াইট ও পার্পেল কালারে পাওয়া যাবে।