লঞ্চ হল Oppo Find X2 এর লীগ অফ লিমিটেড এডিশন

গত মার্চে লঞ্চ হয়েছিল Oppo Find X2। এবার এই ফোনের League of Limited Edition চলে এল। গত মাসেই কোম্পানি, অপ্পো ফাইন্ড এক্স ২ লীগ অফ লিমিটেড এডিশন এর টিজার সামনে এনেছিল। আজ এই এডিশনকে লঞ্চ করা হয়েছে। স্পেশাল এডিশনটি নতুন ডিজাইন সহ, পরিবর্তিত ইন্টারফেসের সাথে এসেছে। ফোনটির পিছনে ব্লু গ্রীন টোন সহ অপ্পো-র লোগো আছে। লোগোর চারপাশে আছে ব্লু স্মোক এবং ক্যামেরা মডিউল এর চারপাশে আছে সোনালী দাগ। এই দাগ ফোনের নিচের ও ওপরেও আছে। যদিও ডিজাইন ছাড়া ফোনের স্পেসিফিকেশন অপ্পো ফাইন্ড এক্স ২ এর মতই রাখা হয়েছে।

Oppo Find X2 League of Limited Edition

অপ্পো ফাইন্ড এক্স ২ লীগ অফ লিমিটেড এডিশন এর দাম এখনও জানা যায়নি। এই স্পেশাল এডিশন কেবল ৩,০০০ ইউনিট পাওয়া যাবে। আজ থেকেই এই এডিশনের সেল শুরু হওয়ার কথা। যদিও ভারতে এই এডিশন পাওয়া যাবে কিনা তা জানা যায়নি।

জানিয়ে রাখি ভারতে Oppo Find X2 এর ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে ৬৪,৯৯০ টাকা। ফোনটি কালো ও সবুজ রঙে পাওয়া যাবে। Amazon সহ বড় বড় ই-কমার্স সাইট থেকে এই ফোনটি কেনা যাচ্ছে।

Oppo Find X2 স্পেসিফিকেশন

অপ্পো ফাইন্ড এক্স ২ ফোনে ৬.৬৭ ইঞ্চি QHD+ অ্যামোলেড ফুল এইচডি প্লাস আলট্রা ভিশন স্ক্রিন আছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্জ। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ হোল, যেখানে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এতে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। অপ্পো ফাইন্ড এক্স ২ সিরিজে স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

ফটোগ্রাফির কথা বললে Find X2 ফোনের পিছনে তিনটি ক্যামেরা আছে। এর প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৫৮৬ সেন্সর। অন্য তিনটি ক্যামেরা হল ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, ১৩ মেগাপিক্সেল টেলিফোটো সেন্সর। আবার Find X2 ফোনে পাবেন ৬৫ ওয়াট সুপার VOOC ফাস্ট চার্জিং সহ ৪,২০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও অপ্পো ফাইন্ড এক্স ২ আইপি৫৪ রেটিং প্রাপ্ত।