MediaTek Dimensity 9000 প্রসেসরের প্রথম ফোন হিসাবে আসছে Oppo Find X5 সিরিজ, নিশ্চিত করল সংস্থা

MediaTek Dimensity 9000 ফ্ল্যাগশিপ প্রসেসর পারফরম্যান্সের নিরিখে Qualcomm Snapdragon 8 Gen 1-কেও যে ছাপিয়ে যাবে, সে বিষয়ে ইতিমধ্যেই জোরালো ইঙ্গিত পাওয়া গিয়েছে। সম্প্রতি এক টিপস্টার জানিয়েছেন, গিকবেঞ্চ ৫ (Geekbench 5) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মের সিঙ্গেল-কোর ও মাল্টি-কোর স্কোরের ভিত্তিতে Snapdragon 8 Gen 1 ও Samsung Exynos 2200 চিপসেটের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে MediaTek Dimensity 9000। তবে গত বছর লঞ্চ হওয়া সত্ত্বেও এখনও অবধি কোনো স্মার্টফোনে এই চিপসেটটি ব্যবহার করা হয়নি। যদিও এখন মিডিয়াটেকের তরফে নিশ্চিত করা হয়েছে Oppo Find X5 সিরিজের হাত ধরেই বাজারে পা রাখতে লেটেস্ট Dimensity 9000 চিপসেট। জানা গেছে, আগামী ২৪ ফেব্রুয়ারি এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ আত্মপ্রকাশ করবে৷

Oppo Find X5 সিরিজের থাকবে নতুন Dimensity 9000 চিপসেট

মিডিয়াটেক তাদের অফিসিয়াল Weibo (চীনা মাইক্রোব্লগিং সাইট) অ্যাকাউন্টে কয়েকটি টিজার প্রকাশ করেছে, যেগুলি নিশ্চিত করে যে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ চিপসেটটি প্রথম ব্যবহার করা হবে ওপ্পো ফাইন্ড এক্স৫ সিরিজের স্মার্টফোনে। সংস্থাটি স্পষ্টভাবে জানিয়েছে যে, তাদের নতুন প্রসেসর দিয়ে ওপ্পো ফাইন্ড এক্স৫ সিরিজ ২৪ ফেব্রুয়ারি লঞ্চ হবে।

জানিয়ে রাখি, ডাইমেনসিটি ৯০০০ তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC)-এর ৪ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত। এই অক্টা কোর প্রসেসরে রয়েছে একটি ৩.০ গিগাহার্টজের কর্টেক্স-এক্স২ (Cortex-X2) সুপার কোর, তিনটি ২.৮৫ গিগাহার্জ ক্লকস্পিডের এ৭১০ (A710) বড় আকারের কোর এবং চারটি ১.৮ গিগাহার্টজের এ৫১০ (A510) মিড-কোর আর্কিটেকচার।

এছাড়া, বেঞ্চমার্ক পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে, Dimensity 9000-এর আনটুটু (AnTuTu) স্কোর ১০,১৭,৪৮৮ পয়েন্ট অতিক্রম করেছে, যা Snapdragon 8 Gen 1-এর থেকেও বেশি। আবার গিকবেঞ্চে মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ প্রসেসরটি সিঙ্গেল-কোর টেস্টে ১,২৭৩ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ৪,৩২৪ পয়েন্ট অর্জন করেছে, যা Snapdragon 8 Gen 1 প্রসেসরের থেকেও বেশি (৩,৮০০ থেকে ৩,৯০০ পয়েন্টের মধ্যে)৷