iPhone-এর সঙ্গে Oppo Reno 8 স্মার্টফোন সিরিজের তুলনা, সাসপেন্ড হল Oppo-র YouTube চ্যানেল

গতকাল অর্থাৎ ১৮ জুলাই প্রত্যাশামত জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Oppo (ওপ্পো), তাদের ফ্ল্যাগশিপ Reno 8 (রেনো ৮) সিরিজের অধীনে ভারতীয় বাজারে Oppo Reno 8 Pro এবং Oppo Reno 8 মডেল দুটি লঞ্চ করার পাশাপাশি, Oppo Pad Air ট্যাবলেট এবং Oppo Enco X2 ট্রুলি ওয়্যারলেস স্টিরিও (TWS) ইয়ারবাডসের মতো চমকপ্রদ প্রোডাক্ট লঞ্চ করে টেকমহলে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। এই লঞ্চের আগে, সংস্থাটি বেশ কিছুদিন ধরেই ভারতীয় বাজারে উক্ত ডিভাইসগুলিকে অফিসিয়াল করার ইঙ্গিত দেওয়ার সাথে সাথে নানাবিধ টিজার পোস্ট করছিল। সেক্ষেত্রে নতুন একগুচ্ছ প্রোডাক্ট বাজারে আসায় Oppo প্রেমীরা যে বেজায় আনন্দিত হবেন, সেকথা বলাই বাহুল্য। তবে এই খুশির সময়ও সংস্থাটি হঠাৎ পড়েছে অস্বস্তিতে। কিন্তু কেন? আসুন একটু বিশদে জেনে নেওয়া যাক।

YouTube-এর নিয়ম লঙ্ঘনের জন্য চ্যানেল সাসপেন্ড

ওপ্পো ইন্ডিয়া সোমবার সন্ধ্যায় একটি অত্যন্ত বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়েছে। গত ১৮ জুলাই সন্ধ্যা ৬টায় কোম্পানির ফ্ল্যাগশিপ ওপ্পো রেনো ৮ সিরিজের স্মার্টফোনের লঞ্চ ইভেন্টের লাইভ স্ট্রিমিংয়ের সময় আচমকাই ওপ্পো ইন্ডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে স্থগিত (সাসপেন্ড) করা হয়। ইউটিউবের নিয়ম লঙ্ঘন করায় সংস্থার অফিশিয়াল ইউটিউব চ্যানেলটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে এক রিপোর্টে জানা গিয়েছে। যদিও এই ঘটনায় ওপ্পোর তরফে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কেন এমন ঘটনা ঘটল?

কেন ব্লক হল Oppo-র YouTube চ্যানেল?

জানা গেছে যে, সংস্থাটি ওপ্পো রেনো ৮ সিরিজের স্মার্টফোনগুলিকে অ্যাপলের আইফোনের (Apple iPhone) সাথে তুলনা করেছে এবং এই কারণে ওপ্পোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আসায় কোম্পানির ইউটিউব চ্যানেলটিকে সাসপেন্ড করা হয়েছে। উল্লেখ্য যে, মাত্র কিছুদিন আগে ৪,৩৮৯ কোটি টাকার কর ফাঁকির মামলায় বিতর্কে জড়িয়েছে ওপ্পো এবং এ ব্যাপারে সংস্থাটিকে তলব করেছে ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (DRI)। এই মামলার ফলাফল কী হবে, তার উত্তর একমাত্র সময়ের কাছেই রয়েছে। আবার এইসবের মাঝে অকস্মাৎ ব্লক হওয়া ইউটিউব চ্যানেল আবার কবে চালু হবে, তার জন্যও ভবিষ্যতের দিকে চেয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই৷

Oppo Reno 8 সিরিজের স্মার্টফোনের স্পেসিফিকেশন

যে স্মার্টফোন সিরিজটিকে কেন্দ্র করে এত তর্কবিতর্ক, এবার চলুন তার গুরুত্বপূর্ণ কিছু স্পেসিফিকেশনের ওপর একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক। শুরুতেই বলেছি যে, Reno 8 সিরিজের অধীনে Oppo দুটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করেছে – Oppo Reno 8 5G এবং Oppo Reno 8 Pro 5G। এই দুটি স্মার্টফোনই ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ফুল এইচডি+ ডিসপ্লে এবং মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসরসহ এসেছে। এছাড়া, দুটি হ্যান্ডসেটেই ৮০ ওয়াট সুপার ফ্ল্যাশ চার্জ ফাস্ট চার্জিং সাপোর্টসহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। তদুপরি, উভয় মডেলই অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালারওএস ১২.১ (ColorOS 12.1) কাস্টম ইউজার ইন্টারফেসে রান করে।