Oppo K10 মিড রেঞ্জে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট ও Dimensity 8000 প্রসেসর সহ আসছে, পেল 3C-এর ছাড়পত্র

কিছুদিন আগে শোনা গিয়েছিল যে, Oppo একটি নতুন ফোনের উপর কাজ করছে, যার নাম Oppo K10। এই ফোনে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০০ প্রসেসর।…

কিছুদিন আগে শোনা গিয়েছিল যে, Oppo একটি নতুন ফোনের উপর কাজ করছে, যার নাম Oppo K10। এই ফোনে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০০ প্রসেসর। অর্থাৎ ফোনটি 5G সাপোর্ট সহ আসবে। এখন আবার Oppo K10 কে চীনের একটি সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। সেখান থেকে ফোনটির চার্জিং স্পিড সম্পর্কে জানা গেছে। আশা করা যায়, ফোনটি শীঘ্রই লঞ্চ হবে।

Oppo K10 কে দেখা গেল 3C সার্টিফিকেশন সাইটে

ওপ্পো কে১০ কে আজ PGIM10 মডেল নম্বর সহ থ্রিসি সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এখান থেকে সামনে এসেছে যে, ফোনটি ৮০ ওয়াট চার্জার সহ আসবে। এর মডেল নম্বর VCB8JACH। যদিও এছাড়া ফোনটি সম্পর্কে আর কোনো তথ্য জানা যায়নি।

উল্লেখ্য, Oppo K10 বাদেও চীনা সংস্থাটি আরও দুটি ফোনের উপর কাজ করছে, যাদের মডেল নম্বর – PFTM10 ও PFTM20। সম্প্রতি এই দুই ফোন সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। জানা গেছে প্রথম ডিভাইসটি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে। ইতিমধ্যেই ডিভাইসটি 3C সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র লাভ করেছে।

এদিকে Oppo PFTM20 ফোনে ব্যবহার করা হবে ২.৪ গিগাহার্টজ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই ডিসপ্লের দৈর্ঘ্য ৬.৫৬ ইঞ্চি। এটি এইচডি রেজোলিউশন (১৬১২x৭২০ পিক্সেল) সমর্থন করে। আবার এতে ১৩ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে। এছাড়া এই ডিভাইসে পাওয়া যাবে ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪৮৯০ এমএএইচ ব্যাটারি।