Oppo K10 5G ভারতের প্রথম Dimensity 8000 Max প্রসেসর সহ আসছে, কবে লঞ্চ জানুন

Oppo K10 5G নামের একটি নতুন স্মার্টফোন শীঘ্রই ভারতের বাজারে পা রাখতে পারে বলে শোনা যাচ্ছিলো। সেইমতো এখন Oppo স্বয়ং তাদের এই লেটেস্ট গেমিং-কেন্দ্রিক সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনটির লঞ্চ তারিখ নিশ্চিত করলো। জানা গেছে, আগামী ৮ই জুন দুপুর ১২টায় হ্যান্ডসেটটির উপর থেকে পর্দা সরানো হবে। প্রসঙ্গত, গত ২৩শে এপ্রিল আলোচ্য 5G কানেক্টিভিটির স্মার্টফোনটিকে চীনের বাজারে প্রথম লঞ্চ করা হয়েছিল।প্রায় দেড় মাস অতিক্রান্ত হওয়ার পর Oppo K10 5G সিরিজের এই মডেলটিকে অবশেষে ভারতে লঞ্চ করার সিদ্ধান্ত নিলো Oppo। এক্ষেত্রে Oppo K10 5G ফোনটি চীনা সংস্করণের অনুরূপ ফিচারের সাথে ভারতে আত্মপ্রকাশ করতে পারে বলে মনে হয়েছে। সেক্ষেত্রে এই আপকামিং ডিভাইসটি ভারতের প্রথম স্মার্টফোন হবে যাতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০০ ম্যাক্স চিপসেট থাকবে। এছাড়া সুপারভোক চার্জিং টেকনোলজি, অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক লেটেস্ট কাস্টম ওএস, ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট সহ একাধিক আকর্ষণীয় বৈশিষ্ট্য সহ আসতে পারে উক্ত ফোনটি।

Oppo K10 5G দাম (সম্ভাব্য)

ওপ্পো কে১০ ৫জি স্মার্টফোনটি মোট তিনটি স্টোরেজ কফিগারেশনের সাথে আত্মপ্রকাশ করতে পারে ভারতে। চীনে ফোনটির ৮ জিবি র‌্যাম+১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ১,৯৯৯ ইউয়ান বা ভারতীয় মূল্যে প্রায় ২৩,৩১০ টাকা। আবার ৮ জিবি র‌্যাম+২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম+২৫৬ জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে ২,১৯৯ ইউয়ান (প্রায় ২৫,৬৪৩ টাকা) এবং ২,৪৯৯ ইউয়ান (প্রায় ২৯,১৪১ টাকা)।

Oppo K10 5G স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ওপ্পো কে১০ ৫জি ফোনটির ভারতীয় সংস্করণের বেশিরভাগ ফিচারসমূহ, চীনে লঞ্চ হওয়া ভ্যারিয়েন্টের অনুরূপ হবে বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে ভারতে আসন্ন এই স্মার্টফোনে একটি ৬.৫৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস LCD ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৬০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট সহ আসতে পারে। উন্নত পারফরম্যান্সের জন্য এই গেম-কেন্দ্রিক ডিভাইসটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০০ ম্যাক্স প্রসেসর ব্যবহার করা হতে পারে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালারওএস ১২ কাস্টম স্কিন বিদ্যমান থাকার সম্ভাবনা আছে।

ক্যামেরা ফ্রন্টের কথা বললে, আসন্ন Oppo K10 5G ফোনের রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যাবে। যার প্রাইমারি সেন্সরটি ৬৪ মেগাপিক্সেলের হতে পারে। আর‌ ডিভাইসের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে পারে। যদিও‌ উক্ত ফোনটির ভারতীয় সংস্করণের ক্যামেরা ফ্রন্ট সম্পর্কে নিশ্চিতভাবে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। যাইহোক, পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo K10 5G ফোনটি ৬৭ ওয়াট সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জিং সমর্থিত একটি ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ আসতে পারে।