Bluetooth কী এবং এটি ঠিক কীভাবে কাজ করে? প্রচলিত প্রযুক্তি সম্পর্কে বিশদে জেনে নিন

Bluetooth (ব্লুটুথ)-এর কথা কে না জানে! বর্তমান স্মার্টফোনের যুগে তো বটেই, তাছাড়া ফিচার ফোনের জমানায় যখন হাতের মুঠোয় থাকা ছোটোখাটো একটা যন্ত্রে ফোন নম্বর সেভ করা, কয়েকটি গেম খেলা, এবং গুটিকয়েক মেসেজের আদান-প্রদান ছাড়া আর বিশেষ কিছুই করা যেত না, তখনও তাতে ব্লুটুথ থাকলেই যেন হাতে চাঁদ পাওয়া গেছে বলে মনে হত! খুব বিশদে কিছু না জানলেও এটুকু আমরা সকলেই জানি যে, ব্লুটুথ স্মার্টফোনের অতি গুরুত্বপূর্ণ তথা কার্যকর একটি ফিচার। এটির মাধ্যমে খুব কম দূরত্বের মধ্যে ডেটা ট্রান্সফার করা যায়। এক কথায় বললে, কোনো ওয়্যার ছাড়াই দুটি বা তার বেশি ডিভাইসের মধ্যে ডেটা ট্রান্সফার করার অন্যতম মাধ্যম হল ব্লুটুথ। তবে এর জন্য প্রতিটি ডিভাইসেই ব্লুটুথ থাকা একান্ত আবশ্যক। হ্যান্ডসেট অডিও ডিভাইস থেকে শুরু করে হোম স্টিরিও, MP3 প্লেয়ার, ল্যাপটপ, ডেস্কটপ কিংবা ট্যাবলেট – মোটামুটি সবেতেই ব্লুটুথের দেখা মেলে। সেক্ষেত্রে এই প্রতিবেদনে আমরা এই গুরুত্বপূর্ণ ফিচারটির সম্পর্কে একটু বিস্তারিতভাবে আপনাদেরকে জানাতে চলেছি।

Bluetooth কী?

আমাদের পরিচিত ব্লুটুথ আদতে একটি বেতার প্রযুক্তি যা ইলেকট্রনিক ডিভাইসগুলির মধ্যে ডেটা ট্রান্সফার করার জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ, এই ওয়্যারলেস টেকনোলজির সহায়তায় দুটি ডিভাইসকে কোনো তার ছাড়াই কানেক্ট করা যায়। তবে মনে রাখতে হবে যে, এই ডেটা ট্রান্সফারের সময় দুটি ডিভাইসের মধ্যে সর্বোচ্চ দূরত্ব থাকতে হবে ১০ থেকে ৫০ মিটার।

Bluetooth কীভাবে কাজ করে?

আপনাদের জানিয়ে রাখি যে, এই শর্ট ডিসটেন্স রেডিও টেকনোলজির মাধ্যমে খুব কম দূরত্বে একসাথে সর্বোচ্চ ৭টি ডিভাইসকে কানেক্ট করা যেতে পারে। মূলত স্মার্টফোন, কম্পিউটার এবং গেমিং কনসোলে এই ফিচারটি ব্যবহৃত হয়। যেকোনো ইউজারই কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে ব্লুটুথ ব্যবহার করতে পারেন। যেহেতু এই ফিচারের সহায়তায় খুব কম বিদ্যুৎ খরচে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যেকোনো ফটো, ভিডিও, কিংবা অন্যান্য ফাইল আদান-প্রদান করা যায়, তাই এটি অধিকাংশ ইউজারদের কাছে খুবই পছন্দের একটি ফিচার।

Bluetooth-এর উপকারিতা কী কী?

ব্লুটুথের সবচেয়ে বড়ো ফায়দা হল, এই টেকনোলজির সহায়তায় ডেটা ট্রান্সফার করতে কোনো কেবল কিংবা অ্যাডাপ্টারের প্রয়োজন হয় না। এটির মাধ্যমে ১০ থেকে ৫০ মিটারের মধ্যে যে-কোনো ডিভাইসের সঙ্গে সংযোগ স্থাপন করা যায়। এমনকি এই দূরত্বের মধ্যে যদি কোনো মোটা দেওয়ালও থাকে, তাহলেও ব্লুটুথের সার্ভিসের ওপর কোনোরকম কুপ্রভাব পড়ে না!