Oppo K10 ভারতে লঞ্চ হল 90Hz ডিসপ্লে ও 50 মেগাপিক্সেল ক্যামেরার সাথে, দাম ও ফিচার দেখে নিন

Oppo K10 প্রত্যাশামতোই আজ ভারতে লঞ্চ হল। এদেশে ফোনটির দাম শুরু হয়েছে ১৫ হাজার টাকা থেকে। Oppo K10 ফোনে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। আবার এতে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর ও ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট। ডিভাইসটি আগামী ২৯ মার্চ থেকে বিক্রির জন্য উপলব্ধ হবে। আসুন Oppo K10 এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

ওপ্পো কে১০ ভারতে দাম ও লভ্যতা (Oppo K10 Price in India and Availability)

ভারতে ওপ্পো কে১০ ফোনের ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯০ টাকা। আবার ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯০ টাকা। ফোনটি ব্ল্যাক কার্বন ও ব্লু ফ্রেম কালারের মধ্যে বেছে নেওয়া যাবে। লভ্যতার কথা বললে, ডিভাইসটি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট ও অফলাইন রিটেল স্টোর থেকে কেনা যাবে।

ওপ্পো কে১০ স্পেসিফিকেশন ও ফিচার (Oppo K10 Specifications and features)

ওপ্পো কে১০ ফোনে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস পাঞ্চ হোল ডিসপ্লে। ফোনটি গ্লো ডিজাইন সহ এসেছে, যা গ্লোজি ও ম্যাট ফিনিশ এর কম্বিনেশন। এই ফোনে ব্যবহার করা হয়েছে অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। ওপ্পো কে১০ ফোনটি ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। আবার এতে ভার্চুয়াল র‌্যাম ও মাইক্রো এসডি কার্ড সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য Oppo K10 ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে আছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৩৩ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে উপলব্ধ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড কালারওএস ১১.১ কাস্টম স্কিনে রান করবে। Oppp K10 ফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ডুয়েল সিম, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট ও ৩.৫মিমি হেডফোন জ্যাক।