Realme GT 2 Pro-এর এই তিনটি বৈশিষ্ট্য এর আগে কোনো ফোনে দেখা যায়নি, দাবি সংস্থার

জল্পনা ছিল আজকের ভার্চুয়াল ইভেন্টে লঞ্চ হবে Realme GT 2 সিরিজের দুটি হ্যান্ডসেট; কিন্তু দিনশেষে দেখা গেল ফোন নয়, বরঞ্চ সিরিজের ‘Pro’ মডেলের তিনটি ফিচার সর্বসমক্ষে আনল নির্মাতা সংস্থা Realme (রিয়েলমি)। সংস্থাটি জানিয়েছে, Realme GT 2 Pro (রিয়েলমি জিটি ২ প্রো) হল তিনটি ক্ষেত্রে ‘বিশ্বের প্রথম উদ্ভাবন’ (World’s first innovations)। মূলত Realme এই ফোনের ডিজাইন, ফটোগ্রাফি এবং কমিউনিকেশনের ওপর জোর দিয়েছে। পাশাপাশি এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে নতুন ফিল্ড-অফ-ভিউ সেন্সর এবং একটি উদ্ভাবনী অ্যান্টেনা সুইচিং প্রযুক্তি রয়েছে। আরও জানা গিয়েছে, Realme GT 2 Pro-র জন্য সংস্থা বিখ্যাত ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার Naoto Fukasawa (নাওটো ফুকাসাওয়া)-র সাথে অংশীদারিত্ব করেছে। আসুন এখন আসন্ন Realme GT 2 Pro মডেলের তিনটি উদ্ভাবনী বৈশিষ্ট্য সম্পর্কে বিশদে জেনে নিই।

Realme GT 2 Pro-এর ডিজাইনের উদ্ভাবন

রিয়েলমি তার রিয়েলমি জিটি ২ প্রো-এর নতুন ডিজাইনকে ‘পেপার টেক মাস্টার ডিজাইন’ হিসাবে প্রকাশ্যে এনেছে। এক্ষেত্রে মাস্টার এডিশন স্মার্টফোনের জন্য বিখ্যাত জাপানি ডিজাইনার নাওটো ফুকাসাওয়ার সাথে করা অংশীদারিত্বকে, সংস্থাটি তার নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জন্যেও কাজে লাগাবে। সংস্থার দাবি, এই স্মার্টফোনের পিছনের প্যানেলটি একটি বায়ো-পলিমার উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। অন্যদিকে পরিবেশের সুরক্ষার জন্য ফোনটিতে কম প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, এতে প্লাস্টিকের সামগ্রিক অনুপাত ২১.৭ শতাংশ থেকে ০.৩ শতাংশে নেমে এসেছে।

Realme GT 2 Pro-এর ক্যামেরার উদ্ভাবন

আসন্ন রিয়েলমি জিটি ২ প্রো-তে একটি নতুন আল্ট্রাওয়াইড সেন্সর দিয়েছে, আর এই নতুন সেন্সরে রয়েছে ১৫০ ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ (প্রাইমারি ওয়াইড সেন্সরের ৮৯ ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ থেকে ২৭৩ শতাংশ বেশি অ্যাঙ্গেল)। এটি এক্সটেন্ডেন্ট ফিল্ড-অফ-ভিউ এবং ফিশআই মোড ব্যবহার করে কার্যকর করা হয়েছে যা ফটোগ্রাফগুলিকে আরও আকর্ষণীয় করে তুলবে।

Realme GT 2 Pro-এর যোগাযোগের ক্ষেত্রে উদ্ভাবন

রিয়েলমি জিটি ২ প্রো-কে একটি অ্যান্টেনা অ্যারে ম্যাট্রিক্স সিস্টেম দিয়ে সজ্জিত করা হয়েছে। এটি বিশ্বের প্রথম ‘আল্ট্রা ওয়াইড ব্যান্ড হাইপারস্মার্ট অ্যান্টেনা সুইচিং’ সিস্টেম নিয়ে গঠিত, যা স্মার্টফোনের চারপাশে ১২টি মোড়ানো অ্যান্টেনা নিযুক্ত করে। নির্মাতা সংস্থার মতে এই সিস্টেম প্রায় সমস্ত দিক দিয়ে মূলধারার ব্যান্ডগুলিকে সমর্থন করে সেরা নেটওয়ার্ক ব্যান্ড নির্বাচন করতে দেয়। তবে অ্যান্টেনা স্যুইচিং সিস্টেম ছাড়াও এই ফোন ৩৬০ ডিগ্রি NFC (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) প্রযুক্তি সাপোর্ট করবে, যার ফলে এর কভারেজ ৫০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করবে এবং এটি ২০ শতাংশ পর্যন্ত দূরত্ব সেন্সিং করবে বলে জানা গেছে।