Oppo K9 Pro দুর্দান্ত ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল, দাম ও ফিচার জেনে নিন

Oppo K9 Pro ঘোষণা মতোই আজ লঞ্চ হল। চীনে একটি ভার্চুয়াল ইভেন্টে এই মিড রেঞ্জ ফোনের ওপর থেকে পর্দা সরানো হয়েছে। Oppo K9 Pro ফোনে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ প্রসেসর। আবার ১২ জিবি পর্যন্ত র‌্যাম সহ আসা এই ফোনে পাওয়া যাবে ৬০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। দুর্দান্ত ফটোগ্রাফির জন্য Oppo K9 Pro ফোনে দেখা যাবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। আসুন এই ফোনের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Oppo K9 Pro দাম ও লভ্যতা

ওপ্পো কে৯ প্রো ফোনের দাম শুরু হয়েছে ২,১৯৯ ইউয়ান (প্রায় ২৫,১০০ টাকা) থেকে। এই মূল্য ফোনটির ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের। আবার ফোনটির ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে ২,৬৯৯ ইউয়ান (প্রায় ৩০,৮০০ টাকা)। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ওপ্পো কে৯ প্রো এর সেল শুরু হবে এবং লঞ্চ অফারে দুটি ভ্যারিয়েন্ট ২০০ ইউয়ান ডিসকাউন্টে পাওয়া যাবে। চীনের বাইরে ফোনটি কবে আসবে তা এখনও জানা যায়নি।

Oppo K9 Pro স্পেসিফিকেশন, ফিচার

ডুয়েল সিমের ওপ্পো কে৯ প্রো ফোনে আছে ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এইচডিআর১০, ডিসিপি-পি৩ কালার গ্যামট সাপোর্ট করবে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ হোল, যার কাট আউটের মধ্যে উপস্থিত ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Oppo K9 Pro ফোনে ডাইমেনসিটি ১২০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ বাড়ানো যাবে না। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড কালারওএস ১১ কাস্টম স্কিনে রান করবে। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

ফটোগ্রাফির জন্য ফোনের পিছনে তিনটি ক্যামেরা সেন্সর রয়েছে। এই ক্যামেরাগুলি হল এফ/১.৭ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/২.২ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল সুপার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স (১১৯ ডিগ্রি ফিল্ড অফ ভিউ) এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। এই ক্যামেরায় নিওন পোট্রেট মোড, সুপার নাইট মোড প্রভৃতি সাপোর্ট করবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Oppo K9 Pro ফোনে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যার সাথে ৬০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ব্যাটারি ১৬ মিনিটে ৫০ শতাংশ চার্জ হয়ে যাবে বলে কোম্পানির দাবি। কানেক্টিভিটি অপশনের মধ্যে এই ফোনে রয়েছে 5G, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.২, ইউএসবি টাইপ সি পোর্ট ও অডিও জ্যাক।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন