নিজস্ব প্রসেসর আনছে Oppo, টেক্কা দেবে Samsung, Apple Google কে

বর্তমানে অ্যাপল (Apple), গুগল (Google) এবং স্যামসাং (Samsung)- এই গ্লোবাল স্মার্টফোন সংস্থাগুলি তাদের ব্র্যান্ডের ডিভাইসে ব্যবহার করে থাকে স্ব- উৎপাদিত চিপসেট। গুগল এবং অ্যাপলের সকল ডিভাইসেই সংস্থার দ্বারা নির্মিত প্রসেসরই দেখতে পাওয়া যায়, সেখানে দক্ষিণ কোরিয়ার সংস্থাটি শুধুমাত্র কিছু বাছাই করা ফ্ল্যাগশিপ ডিভাইসে ব্যবহার করে থাকে তাদের এক্সিনস (Exynos) সিরিজের চিপসেটগুলি। আর এবার এই সেলফ-ডেভলপ করা চিপসেট ব্যবহারকারী সংস্থার তালিকায় নাম জুড়তে চলেছে আরেক জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড, ওপ্পো (Oppo)-ও। ২০২৪ সালে ওপ্পো তাদের সর্বপ্রথম স্মার্টফোন প্রসেসরটি বাজারে লঞ্চ করবে বলে জানা গেছে। আর এর মাধ্যমেই এই স্মার্টফোন ব্র্যান্ডটি স্ব- উৎপাদিত চিপসেট ব্যবহারকারী অ্যাপল, গুগল এবং স্যামসাংয়ের মতো সংস্থাগুলির সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বীতা করতে সক্ষম হবে।

Oppo আনছে তাদের নতুন স্মার্টফোন প্রসেসর

ওপ্পো বর্তমানে তাদের ডেভেলপ করা অ্যাপ্লিকেশন প্রসেসর (AP) নিয়ে কাজ করছে, যা ২০২৩ সালে আত্মপ্রকাশ করতে পারে এবং এটি সিস্টেম-অন-চিপ (SoC)-এর একটি অবিচ্ছেদ্য অংশ হবে। ওপ্পোর কাস্টম চিপে অ্যাপলের অন্যতম বৃহৎ চিপ সরবরাহকারী, তাইওয়ান সেমিকন্ডাক্টর মানুফাকচারিং কোম্পানি (TSMC)-এর ৪ ন্যানোমিটার ফেব্রিকেশন প্রক্রিয়া ব্যবহার করা হবে বলে আশা করা হচ্ছে।

জানিয়ে রাখি, বর্তমানে ওপ্পোর একটি নিউরাল প্রসেসিং ইউনিট (NPU) রয়েছে, যা মারিসিলিকন এক্স (MariSilicon X) নামে পরিচিত। এই এনপিইউ-এর প্রধান কাজ হল উচ্চ-মানের ছবি প্রক্রিয়াকরণের ক্ষেত্রে প্রধান চিপসেটকে সাহায্য করা, যাতে ফোনটি অন্যান্য কাজের চাপ অনেক সহজে পরিচালনা করতে সক্ষম হয়। কিন্তু পুরোপুরি একটি কাস্টম চিপসেট ওপ্পোকে তাদের প্রতিদ্বন্দ্বীদের ছাপিয়ে যাবে বলেই মনে হয়। স্যামসাং, অ্যাপল এবং গুগলের মতো স্মার্টফোন কোম্পানিগুলি তাদের স্মার্টফোনে কাস্টম প্রসেসর ব্যবহার করে। যেমন স্যামসাংয়ের এক্সিনস (Exynos), অ্যাপলের A-সিরিজ এবং গুগল সম্প্রতি তাদের পিক্সেল (Pixel) ফোনের জন্য টেনসর (Tensor) চিপসেট লঞ্চ করেছে।

প্রসঙ্গত, একটি রিপোর্ট অনুযায়ী, Oppo-এর কাস্টম চিপ, যার ওপর বর্তমানে কাজ চলছে, তা একটি ফ্ল্যাগশিপ কোয়ালকম বা মিডিয়াটেক প্রসেসরের কর্মক্ষমতার সাথে মেলে না। সংস্থাটি সম্ভবত প্রথমে লো-এন্ড ফোনে এই কাস্টম চিপ ব্যবহার করবে এবং তারপর ধীরে ধীরে তাদের ফ্ল্যাগশিপ ফোনগুলিতেও কাস্টম চিপের ব্যবহার শুরু করবে। Oppo বর্তমানে তাদের ফোনে মিডিয়াটেক (MediaTek) এবং কোয়ালকম (Qualcomm) উভয় সংস্থারই চিপ ব্যবহার করে থাকে। চলতি বছর লঞ্চ হওয়া Oppo Find X5 Pro ফ্ল্যাগশিপ ফোনে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ ব্যবহার করা হয়েছে, যা কোয়ালকমের লেটেস্ট হাই-এন্ড প্রসেসর।

এছাড়া, Oppo জানিয়েছে যে, ফ্রন্ট-এন্ড ডিজাইন, ব্যাক-এন্ড ডিজাইন, আইপি ডিজাইন, মেমরি আর্কিটেকচার, এআরএম-ভিত্তিক সিপিইউ, ডিজাইন স্কিম, অ্যালগরিদম এবং সাপ্লাই চেইন টেপ-আউটগুলি তাদের ডিজাইন, ডিজিট্যাল ভেরিফিকেশন এবং ব্যাক-এন্ড ইন্টিগ্রেশনের নিজস্ব টিম দ্বারা তৈরি করা হয়েছে। ২০২৩ সালের মধ্যে যে অ্যাপ্লিকেশন প্রসেসরটি লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে, সেটির গণ উৎপাদন টিএসএমসি করবে বলে শোনা যাচ্ছে।

উল্লেখ্য, গত কয়েক বছরে মোবাইল ফোন ব্র্যান্ডগুলি কোয়ালকম এবং মিডিয়াটেকের মতো চিপসেট প্রস্তুতকারী সংস্থাগুলির ওপর নির্ভরতা কমিয়ে কাস্টম চিপ তৈরির ক্ষেত্রে রিসার্চ ও ডেভেলপমেন্টে প্রচুর বিনিয়োগ করেছে৷ বেশিরভাগ মোবাইল প্রসেসরের ফাউন্ড্রিগুলি কমবেশি একই, তবে প্রতিটি প্রসেসরে ব্যবহৃত প্রক্রিয়া এবং প্রযুক্তিগুলি ভিন্ন। স্যামসাং, অ্যাপল, হুয়াওয়ে, এবং গুগল- এই চারটি হল শীর্ষস্থানীয় মোবাইলফোন ব্র্যান্ড, যারা বর্তমানে কাস্টম চিপ ডেভেলপ করে থাকে৷